বিশ্ববাজারে অব্যাহত দরপতনের মুখে বাংলাদেশেও কমেছে সোনার দাম। স্থানীয় পাইকারি বাজারে তেজাবি বা পাকা সোনার দাম কমেছে। এরই ধারাবাহিকতায় খুচরা পর্যায়ে সোনার গহনা বিক্রিতে প্রতি গ্রাম ১০০ টাকা এবং প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। নতুন এ মূল্য আজ থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস।
গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ফলে দেশে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৭০ টাকা। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৮০ হাজার ১৩২ টাকায়। গতকাল পর্যন্ত যা ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। অর্থাৎ ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ১৬৬ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ৩৫৪ টাকা হয়েছে। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।