শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামে ফসলের জমিতে হাতির তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ও সাধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোয়ালকাটা পূর্ব পাহাড়ি এলাকায় ফসলের খেতে নেমে তাণ্ডব চালিয়েছে বন্যহাতির দল। গত বুধবার রাতে পাহাড় থেকে নেমে আসা ১২-১৫টি হাতি প্রায় ৫০ একর জমির ফসল নষ্ট করে দিয়ে ফিরে যায়। পূর্ব গুনাগরী এলাকার স্থানীয়রা বলেন, গত বুধবার গভীর রাতে হাতির দল জমিতে নেমে এসে রাতভর তাণ্ডব চালায়। এতে বিভিন্ন ফসল ও সবজির বাগান নষ্ট হয়ে গেছে। এর আগে গত সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার ভোরে হাতির দল সাধনপুর ইউ?নিয়নের বাণীগ্রাম উত্তরপাড়া এলাকার কিছু বাড়িতে হাতির তাণ্ডবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং অনেকের গাছপালা-খেতখামার নষ্ট হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, হাতি নেমে জমির ফসল নষ্ট করার বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে বন কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি বিস্তারিত জানা হবে।

তাছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবেদন করলে সরকারি সহায়তা পাবেন।

জানা যায়, বন-জঙ্গলে হাতির খাদ্যের ব্যাপক অভাব দেখা দিয়েছে। তাছাড়া নানা কারণে হাতি পাহাড়ে থাকার পরিবেশও ক্রমশ নষ্ট হচ্ছে। এসব কারণে অনেক সময় এরা দল বেঁধে লোকালয়ে নেমে এসে ফসল বা ঘরবাড়ির ক্ষতি করছে।

সর্বশেষ খবর