শিরোনাম
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভুয়া সংগঠনের নামে সিমটেক্সের বিরুদ্ধে বিএসইসিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে অস্তিত্বহীন ও ভুয়া ‘পুঁজিবাজার বিনিয়োগকারী কল্যাণ ফোরাম’ নামের সংগঠনের নামে চিটি দেওয়া হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। অস্তিত্বহীন ওই সংগঠনের প্যাড ছাপিয়ে ভুয়া ঠিকানা উল্লেখ করে এই চিঠি দেওয়া হয়েছে। গতকাল সিমেটক্স ইন্ডাস্ট্রিজের সচিব সাইখ বিন আবেদীন সাংবাদিকদের এ কথা বলেন।

সাইখ বিন আবেদীন বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের নামে যে সব সংগঠন আছে, সেখানে পুঁজিবাজার বিনিয়োগকারী কল্যাণ ফোরাম নামের কোনো সংগঠনের কথা কখনো শুনিনি। কিন্তু হুট করে গত ২৮ আগস্ট এই অস্তিত্বহীন সংগঠনটি মনগড়া দাবি তুলে বিএসইসিতে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে চিঠি দিয়েছে। প্রকৃত তথ্য অনুসন্ধানে বিএসইসিতে দাখিল করা অভিযোগের প্যাডে উল্লিখিত সংগঠনের মতিঝিল এলাকার ঠিকানায় সরেজমিন গিয়ে অফিস খুঁজে পাওয়া যায়নি। ওই ঠিকানার বিষয়েও কেউ বলতে পারেনি। এ ছাড়া দুটি ফোন নম্বর উল্লেখ করা হলেও একটি ১০ ডিজিটের। আরেকটি নম্বরে ফোন গেলেও কেউ রিসিভ করছে না। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সচিব বলেন, কুচক্রীমহলের দ্বারা প্রভাবিত হয়ে ওই অস্তিত্বহীন সংগঠনটি ভুয়া ঠিকানা ব্যবহার করে কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান বিএসইসিতে সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে মনগড়া ও বানোয়াট অভিযোগ দাখিল করেছেন।

সর্বশেষ খবর