নৌবাহিনীর নাবিক পদে নিয়োগ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগে নগরীর সোনাডাঙ্গা হোটেল সুইফট থেকে ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১০০ টাকা মূল্যের ৩৬ সেট স্ট্যাম্প ও কয়েকটি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়। নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে ৯ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার টার্গেট ছিল তাদের। এ ছাড়া চাকরিপ্রত্যাশী ৩৮ ব্যক্তিকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। পরে প্রতারণার শিকার ব্যক্তিদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার রিসাতপুরের আশিকুর রহমান, মহিষকুন্ডু গ্রামের শাকিল আহমেদ, চক গ্রামের আলহাজ আলী, মল্লিকপাড়ার নয়ন আলী, রাজবাড়ীর ফরহাদ ম ল, মেহেরপুরের গাংনীর মোসতাকিম, বাগেরহাটের মোল্লাহাটের রিয়াজ মোল্লা, রাজশাহীর আমিরুল ইসলাম ও কুষ্টিয়ার শামীম ইসলাম।