খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা-কর্মী গণপিটুনির শিকার হয়ে আহত হয়েছেন। গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামে এক ছাত্রলীগ কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিঙ্গিনালা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০-৩০ জন নেতা-কর্মী শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যু বার্ষিকীর পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এতে চার ছাত্রলীগ নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।