দেশে ব্যাঙের ছাতার মতো বেসরকারি মেডিকেল কলেজ গড়ে উঠছে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও বেশি চিকিৎসকের যে প্রয়োজন সন্দেহ নেই। এ প্রয়োজন মেটাতে বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু হাতেগোনা কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ ছাড়া অন্যগুলোর কোনো মান নেই। শিক্ষার্থীদের চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়ার বদলে সনদপত্র বিক্রি করে টাকা অর্জনই তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পেলেও অনেক বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতাল নেই। নেই শিক্ষার্থীদের প্রাকটিক্যাল ক্লাসের জন্য পর্যাপ্ত উপকরণ। ভাড়া নেওয়া ভবনে স্থাপিত এসব মেডিকেল কলেজ চালানো হয় ভাড়া করা শিক্ষকদের নিয়ে। প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় অবিশ্বাস্য হারে টিউশন ফি। বেসরকারি মেডিকেল কলেজগুলোর এই হালহকিকতে সরকারও পড়েছে বিব্রত অবস্থায়। বেসরকারি মেডিকেল কলেজগুলো ঠিকমতো চলছে কি না তা পর্যালোচনায় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নিয়মবহিভর্ূত কর্মকাণ্ডের দায়ে ১২টি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর ব্যাপারে সরকার যে কুম্ভকর্ণের ঘুমে মগ্ন নেই এটি নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হলো কেন? রাজনৈতিকভাবে কাউকে পাইয়ে দেওয়ার নামে যেভাবে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে তা জাতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। চিকিৎসক সনদপ্রাপ্ত একদল অজ্ঞ বা হাতুড়ে চিকিৎসকই সৃষ্টি করছে তথাকথিত বেসরকারি মেডিকেল কলেজগুলো। আমরা মনে করি মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো শুধু বন্ধ করে দেওয়া নয়, যারা তাদের অনুমোদন দিয়েছেন তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত।
শিরোনাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫ : আল-জাজিরা
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
বেসরকারি মেডিকেল কলেজ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর