'তৃণমূল কংগ্রেসই আগামীতে দিল্লির সরকার নিয়ন্ত্রণ করবে' পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কেশিয়াড়িতে এক নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনেই গতকাল কেশিয়াড়ির মাঠে যান মমতা। তৃণমূল এই নেত্রী বলেন, 'তৃণমূলই দিল্লির নতুন সরকার নিয়ন্ত্রণ করবে। আমরা বাংলাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে দেব না।' 'কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম' থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে মমতা গ্রামবাসীদের উদ্দেশে বলেন, এই তিনটি দলের মধ্যে এখন খুব ভাব হয়েছে। ওদের ফাঁদে একদম পা দেবেন না। মমতা বলেন, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে মনে রাখবেন যে যাই বলুক না কেন, আমি আপনাদের দূরে সরিয়ে রাখব না। কারণ আমি আপনাদের জন্যই কাজ করি, মঙ্গল চাই।
মোদীকে নেতৃত্বে আনলে ফের দাঙ্গা : আসন্ন লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ভারতের ক্ষমতায় এলে দেশকে ফের দাঙ্গা এবং ধ্বংসের মুখোমুখি হতে হবে বলে অভিযোগ করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র নেত্রী মায়াবতী। গতকাল কড়া ভাষায় মোদীকে আক্রমণ করার পাশাপাশি ২০০২ সালে গুজরাট দাঙ্গার প্রসঙ্গ টেনে মায়াবতী বলেন, এই মানুষটি গুজরাট দাঙ্গার সঙ্গে জড়িত। আজ তিনিই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।