সোমবার থেকে শুরু হওয়া ভারতের লোকসভা নির্বাচনে দিলি্লতে জাতীয় কংগ্রেসের পাশে থাকারই বার্তা দিলেন দিলি্লর জুমা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। গতকাল দিলি্লতে এক সংবাদ সম্মেলনে বুখারি জানান 'লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসকেই সমর্থন করবেন। একইসঙ্গে দেশের মুসলিম সমাজকেও কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান। ধর্মনিরপেক্ষ শক্তিকে জোরদার করতেই কংগ্রেসকে সমর্থন বলে জানান ভারতের অন্যতম মুসলিম সম্প্রদায়ের এই নেতা। বুখারি এদিন বলেন, 'দেশে এই মুহূর্তে দুর্নীতির চাইতেও বড় সমস্যা সাম্প্রদায়িকতা'। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়তে হবে।
এরই পাশাপাশি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং বিহারে রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) সমর্থন জানাবে বলেও জানান তিনি। তৃণমূলকে সমর্থনের প্রশ্নে বুখারি বলেন, 'মমতা ব্যানার্জি এরই মধ্যে পরিষ্কার করে দিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে ফিরবেন না, তাই তাকে সমর্থন'। দিলি্লতে সরকার গঠনে মমতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও আশা প্রকাশ করে পশ্চিমবঙ্গের সব ভোটারকে মমতাকে সমর্থনেরও অনুরোধ জানান বুখারি। গত মঙ্গলবারই দিলি্লতে নিজের বাসভবনে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন বুখারির নেতৃত্বে মুসলিম সমাজের এক প্রতিনিধি দল। প্রায় ৪৫ মিনিট ধরে চলে সেই বৈঠক। এরপরই বিজেপি সরব হয়। তাদের বক্তব্য, সোনিয়া গান্ধী ভোটে মেরুকরণ করছেন, সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি।