ভোটের আগে বারবার বিজেপিকে সাম্প্রদায়িক বলে বিঁধছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার তীর শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ীর দিকে!
শ্রীরামপুর কেন্দ্রের প্রচার করার সময়ে রাধাবল্লভ মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় থামে বাপ্পির গাড়ি। পুজা দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ করতে যান তিনি। সেই সময়ই নাকি ঘটেছে ঘটনাটা। কয়েকজন বাপ্পি লাহিড়ীর পথ আটকে দাঁড়ায়। এমনকি কুৎসিত ভাষায় আক্রমণও করা হয় তাকে।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা বিজেপির সেলেব প্রার্থীকে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে।
অভিযোগ পাওয়া যায়, প্রতিদিনের মতোই শনিবার শ্রীরামপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার সারছিলেন বাপ্পি লাহিড়ী। প্রচারের সময়ে রাধাবল্লভ মন্দিরে পুজা দেওয়ার জন্য দাঁড়ায় তার গাড়ি। মন্দিরে ঢুকতে গেলে তৃণমূলের এক নারী সদস্য বাপ্পিকে উদ্দেশ করে কটূক্তি করেন। এমনকি 'সাম্প্রদায়িক বাপ্পি' বলেও মন্দির থেকে বার করে দেওয়া হয় তাকে। এই বিবাদের মধ্যে পুজা না দিয়েই মন্দির থেকে বেরিয়ে যেতে বাধ্য হন বাপি লাহিড়ী।