শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভারতে লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় পর্বের ভোট গ্রহণ। নয় দফা নির্বাচনের পঞ্চম পর্বে গতকাল অনুষ্ঠিত হয় ১২ রাজ্যের ১২১টি আসনের ভোট।
ক্ষমতাসীন ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, নন্দন নিলেকানি, সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, যশোবন্ত সিং, অভিনেতা শত্রুঘ্ন সিনহাসহ প্রভাবশালী অনেক প্রার্থীর জয়-পরাজয় নির্ধারিত হলো এ নির্বাচনের মধ্য দিয়ে। তবে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ১৬ মে পর্যন্ত। ওই দিন একই সঙ্গে ভোট গণনা করা হবে সব আসনের। ১২ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ২৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় কর্ণাটক রাজ্যে। এসব আসনের মধ্যে সবচেয়ে জমজমাট নির্বাচন হয় বেঙ্গালুরু দক্ষিণ ও হাসান আসনে। বেঙ্গালুরু দক্ষিণে কংগ্রেস সদস্য, সাবেক আমলা ও ধনকুবের নন্দন নিলকেনির বিপক্ষে লড়ছেন বিজেপির পাঁচবারের সাংসদ অনন্ত কুমার। লোকসভা নির্বাচনের ইতিহাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক নিলকেনি। এখানে আম আদমি পার্টির (আপ) প্রার্থী নিনা কুমার। অন্যদিকে হাসান আসনে জনতা দলের (এস) হয়ে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়া। ৮২ বছর বয়সী এ নেতা জানিয়ে দিয়েছেন, এটিই তার শেষ নির্বাচন। রাজস্থানের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০টি আসনে। এসব আসনে মোট প্রার্থী ছিলেন ২৩৯ জন। এ রাজ্যে উল্লেখযোগ্য আসন বারমারে প্রার্থী হয়েছেন বিজেপি থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী যশোবন্ত সিং। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিজেপির সোনারাম চৌধুরীর সঙ্গে। উত্তরপ্রদেশ রাজ্যে ভোট হয়েছে ১১ আসনে। এখানে প্রার্থী ১৫১ জন। এ পর্বে লড়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী গান্ধী পরিবারের সদস্য মানেকা গান্ধী, সন্তোষ গাংগোয়ার, সালিম শেরওয়ানি, ধর্মেন্দ্র যাদব ও বেগম নূর বানুর মতো হেভিওয়েট প্রার্থী। মানেকা গতবার আওলা আসন থেকে জিতেছিলেন। এবার তিনি বিজেপির টিকিট নিয়ে তার পুরনো আসন পিলিভিতে ফিরে এসেছেন। মধ্যপ্রদেশ রাজ্যে নির্বাচন হয়েছে কাল ১০টি আসনে। মোট প্রার্থী ১৪২ জন। এর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং বিজেপির রাজ্য সভাপতি নরেন্দ্র সিং টোমার। মহারাষ্ট্র রাজ্যে ভোট হয়েছে ১৯ আসনে। এখানে প্রভাবশালী প্রার্থীরা হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক চ্যাবন ও বিজেপি নেতা গোপীনাথ মুন্ডে। বিহার রাজ্যের সাত আসনে ভোট হয়েছে কাল। লড়েছেন ১১৭ জন। উল্লেখযোগ্যরা হচ্ছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা, সাবেক স্বরাষ্ট্র সচিব আর কে সিং, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বড় মেয়ে মিসা ভারতী, লালুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর বিজেপির প্রার্থী রামকৃপাল যাদব ও রঞ্জন যাদব। ঝাড়খণ্ড রাজ্যের ১৪টি আসনের মধ্যে কাল নির্বাচন হয়েছে ছয়টিতে। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে আছেন লোকসভার ডেপুটি স্পিকার কারিয়া মুন্ডা, সাবেক মন্ত্রী যশোবন্ত সিনহার ছেলে জয়ন্ত সিনহা, সাবেক উপমুখ্যমন্ত্রী সুরেশ মাহাতো ও কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কান্ত সহায়। উড়িষ্যা রাজ্যে লোকসভার ১১ আসনের পাশাপাশি ভোট হয়েছে বিধানসভার ৭৭টি আসনে। লোকসভায় প্রার্থী ছিলেন ৯৮ জন। তাদের মধ্যে আছেন সাবেক দুই কেন্দ্রীয় মন্ত্রী শ্রীকান্ত জেনা ও অর্জুন শেঠি।
পশ্চিমবঙ্গ রাজ্যের পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার আসনে ভোট হয়েছে কাল। এ ছাড়া ছত্তিশগড়ের তিনটি, গোয়ার দুটি, জম্মু ও কাশ্মীর এবং মণিপুর রাজ্যে ভোট হয়েছে একটি করে আসনে।