কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত 'স্বৈরশাসক' অ্যাডলফ হিটলার, মুসোলিনি, ইদি আমিন ও জিয়া-উল-হকের সঙ্গে তুলনা করলেন।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত স্বৈরশাসক’; যেমন- গুজরাটে মোদি ও উগান্ডায় ইদি আমিনের মধ্যে একটি সাদৃশ্য রয়েছে। তারা বিচারক, জুরি ও আইনজীবী- একের মধ্যেই সব। তাদের কোন সহানুভূতি নেই, করুণা নেই। যেহেতু তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, তাদের দ্বারা কোন ভুল হবেই না, তারা কখনও ক্ষমা চান না। সমবেদনা ও ক্ষমা প্রার্থনা বিজেপি ও মোদির স্বভাব বিরুদ্ধ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী মোদি অনেকবারই বলেছেন, ২০০২ সালে গুজরাট দাঙ্গায় ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই নেই। তার মতে, জনগণের আদালতে তিনি এরই মধ্যে বিচার পেয়েছেন।
সিংভি উল্লেখ করেন, হিটলার ও মুসোলিনি নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন। একই ঘটনা ঘটেছিল ইদি আমিন ও জিয়া উল-হকের ক্ষেত্রেও।