ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও নবগঠিত দল জেএসপির প্রেসিডেন্ট কিরণ কুমার রেড্ডি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। নিজের নির্বাচনী এলাকা পাইলার থেকে আজ তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সরে গিয়ে দলের প্রার্থী হিসেবে ছোট ভাই কিশোর কুমার রেড্ডির পক্ষে প্রচারণা চালান তিনি।
আগামী ৭ মে অন্ধ্র প্রদেশ রাজ্যে লোকসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
কিরণ রেড্ডির নির্বাচন থেকে আচমকা সরে যাওয়ার সিদ্ধান্তে ২ মাস বয়সী দল জেএসপির অনেকেই বিস্মিত হয়েছেন।
অন্যান্য আসনের জেএসপির প্রার্থীদের পক্ষে প্রচারণায় ব্যস্ত থাকতে হবে বলে তিনি সরে দাঁড়িয়েছেন। কিরণের ঘনিষ্ঠ সূত্র এমনটা জানায়।