লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করণে ভারতীয় জনতা পার্টি [বিজেপি] রাম মন্দির পুনর্নিমাণের দাবি পূরণের চেষ্টা চালাবে বলে মন্তব্য করেছেন দলটির নেতা মুখতার আব্বাস নাকবি। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাম মন্দির ইস্যু তুলে আনেন তিনি। আর তার এ মন্তব্যে বিজেপির অস্বস্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ দলটি এবারের নির্বাচনে রাম মন্দির ইস্যুটিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। তাদের নির্বাচনী ইশতেহারেও এ বিষয়টি গুরুত্ব পায়নি।
নির্বাচিত হলে বিজেপি রাম মন্দির নির্মাণে জনগণের দাবির সঙ্গে সংহতি পোষণ করবে- বেশ আত্মবিশ্বাসের সঙ্গে একথা বলে নাকবি সাংবাদিকদের বলেন, 'আমরা [বিজেপি] চাই একটি রাম মন্দির নির্মাণ হোক এবং সরকার গঠনের পর সাংবিধানিক নীতিমালার মধ্যে থেকেই বিষয়টির সমাধানের পথ খুঁজে পাব।'
নাকবির এ মন্তব্যে বিজেপি অস্বস্তিতে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। দলটি রাম মন্দির ইস্যু ঘিরে এবারের নির্বাচনে তেমন কিছু একটা বলছে না। কারণ এটি তাদের জন্য বুমেরাং হতে পারে। গত ৭ এপ্রিল প্রকাশিত দলটির নির্বাচনী ইশতেহারেও রাম মন্দির ইস্যুতে বেশি কিছু বলা হয়নি। ইশতেহারের শেষের দিকে শুধু এক বাক্যে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এমনকি নির্বাচনী প্রচারাভিযান শুরুর আগে বিজেপি প্রধান রাজনাথ সিং এবং স্টেট ইন চার্জ অমিত শাহ বলেছিলেন, অযোধ্যায় রাম মন্দির পুনর্নিমাণের দাবি তাদের কোনো নির্বাচনী ইস্যু নয় এবং এটিকে 'বিশ্বাসের বিষয়' হিসেবে দেখা উচিত।