ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা-কাম রাজনীতিবিদ বিজেপির প্রার্থী হেমা মালিনির বিরুদ্ধে মানহানিকর পুস্তিকা বিতরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত একজন প্রকাশক, প্রিন্টার ও বিতরণকারীর বিরুদ্ধে গতকাল এ মামলা দায়ের করা হয়। একজন সহকারী নির্বাচনী কর্মকর্তা একথা জানান।
গতকাল সংবাদপত্রের সঙ্গে এ পুস্তিকা বিতরণ করা হয়। এতে হেমার শিক্ষাগত যোগ্যতা ও ধর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়।
ধীরেন্দ্র সিং শচীন নামে এ কর্মকর্তা বলেন, পুস্তিকায় প্রকাশক, প্রিন্টার ও বিতরণকারীর নাম ছিল না। এতে শুধু ' যুবা জাগৃতি অভিজ্ঞান' নামে একটিপ্রতিষ্ঠানের নাম ছিল। হেমার জন্য ক্ষতিকর এ পুুস্তিকা বিতরণের সঙ্গে জড়িতদের সনাক্ত করার প্রচেষ্টা চলছে বলে তিনি জানান।