অসুস্থতার কারণে এবার পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গত রবিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই গত কয়েকদিনের পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচি বাতিল করা হয়েছিল। একই কারণে আজ মঙ্গলবারের পশ্চিমবঙ্গ সফরও বাতিল করলেন তিনি।
আজ মঙ্গলবার মালদহের সুজাপুরের হাতিমাড়ির মাঠে নির্বাচনী জনসভা করার কথা ছিল কংগ্রেস সভানেত্রীর। কলকাতার বিধান ভবন সূত্রে এই খবর জানা গেছে।
সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছে। তিনি ক্যান্সারে আক্রান্ত বলে বিভিন্ন সূত্র জানালেও কংগ্রেস নেতৃত্ব বা গান্ধী পরিবারের পক্ষ থেকে একথা কখনোই স্বীকার করা হয়ন।