পশ্চিমবঙ্গের নায়ক দেবের জনসভায় যাওয়ার জন্য টাকা দেননি বাবা। এই ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুলাল সরকার নামের দশম শ্রেণির এক ছাত্র।
আজ মালদহের গাঁজলে ঘটে এই মর্মান্তিক ঘটনা। দুলালের প্রতিবেশীরা জানিয়েছেন, সেই সভায় যাওয়ার জন্য বাবার কাছে ৩০ টাকা চেয়েছিল দুলাল।
কিন্তু মৃৎশিল্পী বাবা অরবিন্দ সরকার ছেলেকে সেই টাকা দিতে আপত্তি করেন। টাকা নিয়ে সাময়িক ঝগড়াও হয় বাবা ও ছেলের মধ্যে।
এরপরেই ক্ষুব্ধ হয়ে ওই ছাত্র ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।