সাম্প্রদায়িক অনুভূতিতে উস্কানি দিয়ে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করার কারণে ভারতের বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়ার বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। হিন্দু এলাকায় সম্পত্তি মুসলিমদের ক্রয় করতে না দেয়ার বিষয়ে তিনি বৈষম্যমূলক মন্তব্য করেন। এছাড়াও তিনি মেগানি সার্কেল এলাকায় এক মুসলিম ব্যবসায়ীর কেনা বাসা জোরপূ্র্বক দখল করার জন্য স্থানীয়দের আদেশ দেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোতে কঠোর সমালোচনার মুখোমুখি হন তোগাড়িয়া।
তিনটি ধারার অধীনে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। এর মধ্যে একটি হলো, নির্বাচন কমিশনের নীতিমালা লঙ্ঘন। ডিস্ট্রিক্ট কালেক্টর ও রিটার্নিং অফিসার পি কে সোলাঙ্কি গতকাল এ কথা জানিয়েছেন।
অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে, সাম্প্রয়িক শত্রুতা বৃদ্ধি ও সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। নির্বাচন কমিশন ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনকে তোগাড়িয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে। যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণপূর্বক রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ভাবনগর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে হিন্দু পরিষদ নেতা ঘটনাকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে আইটি নোটিশ পাঠাবেন বলেও জানিয়েছেন।