পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা ঠান্ডার তেল মাখার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি ও মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বলেন, ‘উনি (মমতা) রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার এত মাথা গরম করা ঠিক নয়। কলকাতার মনুমেন্টের নিচে জবাকুসুম তেল বিক্রি হয়। মাথা ঠান্ডা রাখতে তিনি সেই তেল মাথায় মাখতে পারেন।’
গতকাল বৃহস্পতিবার পিংলায় নির্বাচনী প্রচারে গিয়ে এক সমাবেশে মানস ভুঁইয়া এই পরামর্শ দেন।
এর আগে বুধবার এক নির্বাচনী জনসভায় মানস ভুঁইয়ার জামানত জব্দ করে কংগ্রেসকে কবর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা।
মমতার ওই কথার পরিপ্রেক্ষিতে মানস ভুঁইয়া বলেন, ‘আপনি মানস ভুঁইয়ার জামানত জব্দ করার মালিক নন। এই কেন্দ্রের ভোটারও নন। লোকসভা ভোটের পর আপনি কোন ছাতার তলায় যাবেন? কংগ্রেস না বিজেপির? আন্না হাজারে সাড়া দেননি। জয়ললিতা থেকে নবীন পট্টনায়েক, নীতিশ কুমারও সাড়া দিচ্ছেন না। এখন কী করবেন?’
প্রসঙ্গত, মানস ভুঁইয়া এবার ঘাটাল আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন।