সারা দেশে বিক্ষোভের পাশাপাশি বিশ্বকাপের ঠিক আগে বাস ধর্মঘটের কবলে ব্রাজিল। বিশ্বকাপের আয়োজক শহর সালভাদোরে বাস ড্রাইভারদের ধর্মঘট কপালে ভাঁজ ফেলেছে সংগঠকদের।
বেতন বৃদ্ধি ও কাজের সময় কমানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন সালভাদোর শহরের বাস ড্রাইভাররা। এর আগে একই সমস্যা দেখা দিয়েছিল রিও এবং সাও পাওলো শহরে। রেলপথের ব্যবস্থা না থাকায় যাতাযাতের জন্য শহরবাসীর একমাত্র ভরসা বাস। ফলে সমস্যায় পড়েছেন তারা। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বাকি ১৪ দিন। তার আগে যানবাহনের সমস্যা ঘুম কেড়েছে ব্রাজিল সরকার ও বিশ্বকাপের সংগঠকদের।
৩০ লাখ জনসংখ্যার সালভাদোর ব্রাজিলের তৃতীয় বৃহত্তম শহর। প্রি-কোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনালসহ বিশ্বকাপের ছ’টি ম্যাচ হবে এখানে। প্রথম ম্যাচ ১৩ জুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে।