ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বিশ্বকাপবিরোধী ও আদিবাসী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
গতকাল মঙ্গলবারের ওই ঘটনায় পুলিশ বিক্ষোভকারীদের হটাতে কাঁদুনে গ্যাস ছুড়ে।
বিশ্বকাপের ট্রফিটি প্রদর্শন করার সময় হাজারো বিক্ষোভকারী দেশটির জাতীয় স্টেডিয়ামে ঢুকতে চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্বকাপবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে ভূমির দাবিতে বিক্ষোভরত আদিবাসীরাও যোগ দেয়।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৫০০ বিক্ষোভকারী শহরের অন্যতম প্রধান সড়ক বন্ধ করে দেয়।
এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।