ডান পায়ের পেশীতে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের অন্যতম মিডফিল্ডার ভ্যান ডার ভার্ট। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে চোটের জন্যই সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার ভার্টকে বিশ্বকাপের দল থেকে বাদ দিয়েছেন লুইস ভ্যান গাল।
নেদারল্যান্ডস কোচ ২৩ জনের দল বেছে নিয়েছেন ব্রাজিল বিশ্বকাপের জন্য। ওই সুযোগ পাননি এই অভিজ্ঞ মিডফিল্ডার। এর আগে নেদারল্যান্ডসের দল থেকে বাদ পড়েছেন অপর মিডফিল্ডার কেভিন। ভ্যান গাল বিশ্বকাপের স্কোয়ার্ডে ফিট প্লেয়ারদের ওপর জোর দিয়েছেন। তাই বাদ দিয়েছেন ভ্যান ডার ভার্টকে।