'পুরা ভিদা' নামে একটি গ্রুপ বিশ্বসেরা ফুটবলার মেসিকে নিয়ে গান তৈরি করেছে। বিশ্বকাপের বল গড়ানোর আগেই লিও মেসির নামে গানটি প্রকাশ হয়ে গেল।
বিশ্বকাপের সময় এই গানটি গ্যালারিতে বাজবে ৷ আর্জেন্টিনার সমর্থকরা গান শুনে এবং মেসিকে মাঠে দেখে আশ্বস্ত হবেন এই ভেবে যে, এবারের বিশ্বকাপের গন্তব্য হয়তো হতে চলেছে বুয়েনোস আইরেস।