কথাটি শুনে একটু অবাক হতে পারেন মেসির ভক্তরা। কিন্তু ব্রাজিলে দেশের হয়ে বিশ্বকাপ ট্রফি হাতে ওঠাতে আসলেই উত্তেজনায় টগবগ করছেন লিও মেসি।
বিশ্বকাপের আগে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমি ম্যারাডোনা, পেলে ও বেকেনবাওয়ারকে হিংসা করি। সেজন্য ওসব রথী-মহারথীদেরকে তাদের আসন থেকে উৎপাটিত করতে চাই আমি। হ্যাঁ, সাম্প্রতিক সময় ক্লাবের হয়ে কিছুটা খারাপ সময় গেছে আমার। কিন্তু সেসব নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাই না আমি। কারণ, আমি একজন পেশাদার ফুটবলার।'
তিনি আরও বলেন, 'অনেক গ্রেট খেলোয়াড় আছে যারা বিশ্বকাপে ঔজ্জল্য ছড়াতে পারে। এদের মধ্যে কয়েকটি নাম হলো- নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেন।'