ব্রাজিলের অধিনায়ক থিয়েগো সিলভা ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চান। এবারের বিশ্বকাপে নিজেদের ফাইনালে দেখা এই ব্রাজিলিয়ান ফ্রান্সের সঙ্গে ফাইনালে খেলতে চান।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা গত দুই আসরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। এবারে আয়োজক দেশ হিসেবে তাই তারা ফেভারিট হিসেবেই শিরোপা ঘরে তুলতে চাইছে।
সিলভা বলেন, 'আমার চূড়ান্ত স্বপ্ন? ব্রাজিলকে ফাইনালে দেখা। প্রতিপক্ষ হিসেবে কে আসবে সেটা কোনো বিষয় নয়। ফাইনাল হতে পারে ব্রাজিল ও স্পেনের মাঝে, তবে সেটি কনফেডারেশন্স কাপের পুনরাবৃত্তি হবে। আমরা সে ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিলাম স্প্যানিসদের।'
সিলভা আরো বলেন, 'ব্রাজিল, জার্মানি অথবা ইতালির সঙ্গেও ফাইনালে খেলতে পারে। তবে আমি যেহেতু ফ্রান্সে খেলেছি, সেহেতু আমি খুশি হব যদি ফাইনালে ফ্রান্সের সঙ্গে দেখা হয়। শিরোপা জিতে ১৯৯৮ সালের হারের প্রতিশোধ নিতে চাই।'