আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলার সময় বাম কনুইয়ে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ইতালির মিডফিল্ডার রিকার্ডো মন্তোলিভোকে। ব্রাজিল বিশ্বকাপের আগে যথাসময়ে তার সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা অনেকটাই কম বলে গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে। বা কনুই ভেঙে থাকতে পারে বলে প্রাথমিক খবরে জানানো হয়েছে।
এসি মিলানের মিডফিল্ডার রিকার্ডোর ইনজুরিতে পড়ায় দলের কোচ সিজার প্রানদেল্লি পড়েছেন বিপদে কারণ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি। তাই বিশ্বকাপ নিয়ে তার পরিকল্পনা শঙ্কার মধ্যে পড়েছে বলে মনে করা হচ্ছে। ইতালির বিশ্বকাপ স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছেন রিকার্ডো। তাই তার ইনজুরিতে কোচের পরিকল্পনায় গোলমাল হওয়াটা স্বাভাবিক।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রীতিম্যাচে রিকার্ডো ম্যাচের প্রথমার্ধের শুরুতেই ইনজুরিতে পড়েন। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
উল্লেখ্য, ব্রাজিল বিশ্বকাপে ইতালির অবস্থান 'ডি' গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে ইংল্যান্ড, উরুগুয়ে ও কোস্টারিকা। ইতালির প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ জুন। ইংল্যান্ড দলের কোচ রয় হাজসন ইতোমধ্যে তাদের গ্রুপকে বেশ কঠিন বলে মন্তব্য করেছেন।