হাঁটুর চোটে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে লিভারপুল স্ট্রাইকারকে রেখেই ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।
তবে সুয়ারেজ দলে থাকলেও, লিভারপুলের এই স্ট্রাইকারকে নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেছে। উরুগুয়ের কোচ বলেন, 'সুয়ারেজের ফিটনেস নিয়েই আমি চিন্তায় রয়েছি। আশা করছি, সুয়ারেজ ফিট হয়েই বিশ্বকাপে মাঠে নামবে।'
ইংল্যান্ড, ইতালি আর কোস্তা রিকার সঙ্গে একই গ্রুপে রয়েছে উরুগুয়ে। এবারের বিশ্বকাপে অনেকেইএই গ্রুপকে মৃত্যুকূপ বলছেন ৷ তাবারেজ বলছেন, 'আমরা বিশ্বকাপে ফেভারিট নই। প্রস্তুতি ঠিকঠাক হলে আমরা কঠিন প্রতিপক্ষ।'