পর্তুগীজ কোচ পাওলো বেন্তো রোনালদোর মত একজন গুরুত্বপূর্ণ সদস্যের অনুপস্থিতিতে দলের অন্য সদস্যদের দায়িত্ব নিতে বললেন। রোনালদো সবসময়ই একটা দলের প্রাণভোমরা, হোক সেটা রিয়াল-ম্যানইউ বা পর্তুগাল। এমন মন্তব্য করে বেন্তো বলেন, রোনালদোর উপস্থিতিতে প্রত্যেকটি দল তাদের সেরা সময় পার করেছে।
রোনালদো রিয়ালের হয়ে মৌসুমের শেষ সময় থেকেই উরুর চোট বয়ে বেড়াচ্ছেন। তার অনুপস্থিতিতে পর্তুগীজ দল প্রস্তুতি ম্যাচে গ্রীসের সাথে ড্র করেছে। এতে রোনালদোর প্রতি দলের নির্ভরশীলতা আরো বেশি করে চোখে পড়েছে।
তাই হয়তো দলের বাকী সদস্যদের স্মরণ করিয়ে দিয়ে পর্তুগীজ কোচ বলেছেন, 'যদি রোনালদো পুরোপুরি চোটমুক্ত না থাকেন, অন্যদের এগিয়ে আসতে হবে, প্রত্যেককে নিজের কাজটা করে যেতে হবে। এটা স্বীকার করতে দ্বিধা নেই যে তার উপস্থিতি দলের অনুপ্রেরণা বাড়ায়, কিন্তু তার অনুপস্থিতিতে আমরা নিজেদের কাজটা বন্ধ রাখতে পারি না।'