ইরানি কোচ কার্লোস কুইরোজ গতকাল ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। ইনজুরির কারণে দলে একজন সদস্য বেশি রাখা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে দল জমা দেয়ার সময় একটি নাম বাদ দেয়া হবে। ইরান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দলের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। তালিকা থেকে বিস্ময়করভাবে কুইরোজ বাছাইপর্বে সেরা একাদশে খেলা পার্সেপোলিস স্ট্রাইকার মোহাম্মদ রেজা খালাতবারি বাদ পড়েছেন।
ব্রাজিল বিশ্বকাপে ইরানের অবস্থান ‘এফ’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে আর্জেন্টিনা, বসনিয়া-হারজেগোভিনা এবং নাইজেরিয়া। ইনজুরিতে পড়া ডিফেন্ডার হাশেম বেকজাদেহর মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করায় ইরানের দল ঘোষণা করতে দেরি হচ্ছিল। মন্টেনেগ্রোর বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলার সময় কাফ ইনজুরিতে পড়েন বেকজাদেহ।
আজ চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে। তবে ফেডারেশন সূত্রে জানা গেছে, বেকজাদেহ ফিট না হলে তার পরিবর্তে মোহাম্মদ রেজা খানজাদেহ ব্রাজিল যাবেন।