বিশ্বকাপের জন্য অতিরিক্তি টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ৬৪ টি ম্যাচেই অতিরিক্তি টিকিট বিক্রি করতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
ফিফা বলেছে, ফিফার অফিসিয়াল ওয়েব সাইট থেকে প্রয়োজনীয় টিকিট পেয়ে যাবেন দর্শকরা। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য ২.৭৫ মিলিয়ন টিকিট বিক্রি করে দিয়েছে তারা।
ফিফার মার্কেটিং ডিরেক্টর থিঁয়েরি ওয়েল বলেছেন, 'আমরা সমর্থকদের কাছে প্রতিশ্রুত ছিলাম যে আরও বেশি টিকিট বিক্রি করব। বিশ্বকাপে প্রচুর টিকিটের চাহিদা রয়েছে। তাই আমরা সমর্থকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।'