ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ক্যারিবিয়ান প্রতিপক্ষ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে আয়োজিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে সহজ জয় পেল আর্জেন্টিনা। বুধবার ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষ্যে প্রথম এই প্রস্তুতি ম্যাচে সহজে জয় পেলেও দলটির কোচকে কিছু বিষয়ে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। কেননা এ ম্যাচে প্রতিপক্ষের জালে মেসিদের নেয়া ১৭টি শটের ১২টি শটই লক্ষ্যচ্যুত হয়। যার মধ্যে তিনটি শটে গোল আদায় করতে সক্ষম হয় আলেসান্দ্রো সাবেলার প্রশিক্ষণাধীন দলটি।
প্রথমার্ধে ৪৫ মিনিটের মাথায় কর্নার পায় লাতিন আমেরিকার দলটি। অ্যাঞ্জেল ডি মারিয়ার নেয়া সেই কর্নার থেকে গোল করে দলকে প্রথম এগিয়ে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড রদ্রিগো প্যালাসিও। এরপর বিরতি থেকে ফিরে খেলার ৫১ মিনিটে ত্রিনিদাদের বক্সের সামনে একটি ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। ডি বক্সের ২৭ মিটার দূর থেকে মেসির নেয়া সেই ফ্রি-কিক প্রতিপক্ষের গোলবারে লেগে হাভিয়ের মাসচেরানোর পায়ে চলে যায়। তা থেকে গোল তুলে নিতে ভুল করেননি বার্সা ডিফেন্ডার। এরপর ম্যাক্সি রদ্রিগেজ খেলার ৬৪ মিনিটে গোল দেন।