ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুক্রবার জার্মানি ৬-১ গোলে হারিয়েছে আরমেনিয়াকে। বিশাল জয় পেয়েছে জোয়াকিম লো'র দল। অপর দিকে স্বাগতিক ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে।
জার্মানির হয়ে জোড়া গোল করেছেন বায়ার্ন মিউনিখের সুপারস্টার মারিও গোটশে। এ ছাড়া অপর গোল ৪টি এসেছে ক্লোসা, পোডলস্কি, সুরেল ও হোয়েডসের কাছ থেকে। তবে মার্কো রিউস ইনজুরিতে পড়ে জার্মানিকে চিন্তায় ফেলেছে।
ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ফ্রেড। প্রথমার্ধ গোলশূন্য ছিল। কিন্তু ৫৮ মিনিটে ব্রাজিল গোল পেয়েছে ফ্রেডের কাছ থেকে। নেইমার এই ম্যাচে খেলেছেন। তবে তিনি এই ম্যাচে গোল করতে পারলেন না।
এদিকে ক্লোসা জার্মানির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন (৬৯টি আন্তর্জাতিক গোল)।