চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের সেরা তারকা স্ট্রাইকার ফ্র্যাঙ্ক রিবেরি। পিঠের চোটের জন্য বেশ অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি। শুক্রবার ট্রেনিং সেশনের পর বিশ্বকাপ থেকে শেষপর্যন্ত সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিলেন রিবেরি। তাঁর বিশ্বকাপ না খেলার খবর এদিন দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, 'গত বেশ কয়েক সপ্তাহ ধরেই ট্রেনিং করতে পারছিলেন না রিবেরি। তাই শেষপর্যন্ত বিশ্বকাপ শুরু হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।' ব্রাজিল বিশ্বকাপে রিবেরির জায়গায় দলে এসেছেন মর্গ্যান স্লেইডার্লিন।