ব্রাজিল বিশ্বকাপে জার্মান সাম্বার জন্য প্রস্তুত জার্মানির একদল নৃত্যশিল্পী। এবারের বিশ্বকাপে সাম্বা নৃত্য দেখতে হাজির হবেন হাজার হাজার সমর্থক। তাই জার্মানিও পিছিয়ে নেই। বিশ্বকাপে তারা জার্মানিকে অনুপ্রেরণা দেবেন। সেদেশের একটি টেলিভিশন এই নাচের অনুষ্ঠান প্রচারও করবে।
ব্রাজিলের ফুটবল দল এবার বিশ্বকাপ জয় করতে পারে। টপ ফেভারিট তারা। গ্যালারিতে থাকবে রঙিন আয়োজন। সাম্বার ছন্দে দুলবে পুরো গ্যালারি। জার্মানি অবশ্য হাত গুটিয়ে বসে থাকবে না। তারাও প্রস্তুত রয়েছে।