ব্রাজিল বিশ্বকাপের বল গড়ানোর আগেই অন্য এক রেকর্ড গড়ে ফেললেন মিরোস্লাভ ক্লোসে। শুক্রবার প্র্যাক্টিস ম্যাচে আর্মেনিয়ার জালে বল ঢোকানোর পর এখন জার্মানির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই 'হেড'মাস্টারই। ১৩২ ম্যাচে ৬৯ গোল করে ক্লোসে টপকে গেলেন গার্ড মুলারকে (৬৮)। আর এই গোলটিও এল সেই হেড করেই।
আর্মেনিয়ার বিরুদ্ধে প্রথম এগারোয় ক্লোসেকে রাখেননি জোয়াকিম লো। ৬৭ মিনিটে বছর ৩৫-এর ফরোয়ার্ড মাঠে নামেন টমাস মুলারের জায়গায়। পাঁচ মিনিটের মধ্যেই গোল। এবং ইতিহাস।
জার্মানি অবশ্য এখন মজে আছে ক্লোসেকে নিয়েই। বিশ্বকাপ টিমে তাঁকে রাখা নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। দেশের এক নম্বর গোলদাতা হয়ে সব সংশয় যেন অনেকটাই মুছে দিলেন ক্লোসে। ব্রাজিলে ফুটবলের মেগা শো-তে আর দুটো গোল করলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন ক্লোসে।
এই মুহূর্তে ১৪ গোল করে নিজের দেশেরই গার্ড মুলারের সঙ্গে দু'নম্বরে। ১৫ গোল করে শীর্ষে ব্রাজিলের রোনাল্ডো (১৫)।