ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না বিশ্বকাপের থিম সংয়ের অন্যতম গায়িকা জেনিফার লোপেজ। ১২ জুন টুর্নামেন্টের কিকঅফের আগে এক মঞ্চে থিম সং উই আর ওয়ান গাওয়ার কথা ছিল ক্লদিয়া লেইতে, পিটবুল ও লোপেজের। কিন্তু বিশেষ কারণে ব্রাজিলে বিশ্বকাপের উদ্বোধনের দিন তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে লোপেজের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল রবিবার রাতে লোপেজের প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না জেনিফার লোপেজ।