স্পেনের বিরুদ্ধে মাঠে নামছেন রবিন ভ্যান পার্সি। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও একশো শতাংশ ফিট ছিলেন না এই ডাচ তারকা।ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলারটি অ্যামস্টারডামে খেলা চলাকালীন চোট পাওয়ায় প্রথমার্ধেই তুলে নিতে হয় ডাচ কোচকে।
হাঁটুর চোটের জন্য প্রিমিয়ার লিগেও বেশ কিছুদিন বাইরে ছিলেন তিনি। কিন্তু পার্সি এখন ফিট।এবার স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে কোনও সমস্যা নেই তাঁর। পার্সির এই ঘোষণার পরে নেদারল্যান্ডস শিবিরে খুশির হাওয়া।
পার্সি বলেছেন, 'অনুশীলন করে আমি উন্নতি করেছি। আমার কিছু সল্প চোট রয়েছে। কুঁচকির সমস্যায় ভুগছি। তবে এটাকে চোট বলব না। আমার মনে পড়ে না একটিও ম্যাচ ছেটোখাটো চোট ছাড়া খেলেছি। তবে স্পেনের বিরুদ্ধে খেলার জন্য তৈরি আমি।'