সারা কারবোনোরো ও ইকার ক্যাসিয়াসের চুম্বন দৃশ্য বিশ্বকাপের দুর্লভ দৃশ্যগুলোর একটি।
২০১০ সালের ১১ জুলাই অর্থাৎ, ফাইনালের দিনে স্পেন অধিনায়কের সাক্ষাৎকার নিতে যান দেশটির টেলিসিনসো টিভির প্রতিবেদক ও ক্যাসিয়াসের বান্ধবী কারবোনেরো। সেটা বিশ্বকাপ জয়ের কিছুক্ষণ পরের ঘটনা। ওই সাক্ষাৎকার পর্বের কিছুক্ষণ আগে কথা বলতে পারছিলেন না উভয়েই। কারণ সারা প্রশ্ন করলে উদ্বেলিত ক্যাসিয়াস বারবার হেসে ফেলছিলেন। আর সারাও সেজন্য তাগাদা দিতে পারছিল না।
এ অবস্থায় সব জড়তা কাটাতে কী করা যায়? বিশ্বজয়ে উল্লসিত ক্যাসিয়াস তখন আচমকা লাইভ টিভি ক্যামেরার সামনেই ওই প্রতিবেদক অর্থাৎ, নিজের বান্ধবীকে বাহুলগ্ন করে গভীর চুম্বনে সিক্ত করলেন।
এই বিশ্বকাপেও কি আবার চুম্বন দৃশ্যের পুনরাবৃত্তি হবে ? কারবোনেরোকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ঐতিহাসিক সেই মুহূর্ত আর ফিরে আসবে না।' সারা বলছেন বটে, তবে চার বছর আগের সেই দৃশ্য দেখা যেতেই পারে। যদি স্পেন বিশ্বকাপ জেতে।