সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সরকারি বরাদ্দ মূখ্য নয়। বরাদ্দ বেশী পেলেও যদি সঠিক পরিকল্পনা না থাকে তবে প্রকল্পের দুর্ভোগ আসতে পারে। অর্থের নয়-ছয় হতে পারে। যেমনটি ঘটেছে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের ক্ষেত্রে।
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী সরকারি বরাদ্দ পেলেই যে উন্নয়ন ঠিক নিশ্চিত করা যায়-তা সঠিক নয় জানিয়ে বলেন, সুষ্ঠু পরিকল্পনা এবং ইচ্ছে শক্তিই বড় কথা। জলাবদ্ধতার জন্য তিনি বিগত বিএনপি-জামায়াত সরকারের সময় কর্ণফূলীতে ঝুলন্ত সেতুর পরির্বতে'খাম্বাব্রীজ'করা, খাল নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়াকেই মূল কারণ বলে জানান। জলাবদ্ধতা রোধে মেয়র মনজুর সফলতা ব্যর্থতা প্রশ্নে মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামবাসী সঠিক সময়ে এ বিষয়ে জবাব দেবেন।