সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী প্রশ্ন রেখে বলেন, নির্বাচিত হওয়ার পর মেয়র মনজুর কি একবারও প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রামের উন্নয়ন ইস্যুতে দেখা করতে গেছেন ? বরাদ্দ না পেলে তিনি কি প্রধানমন্ত্রীর কাছে চেয়েছেন? সরকারের কম বরাদ্দের অভিযোগ প্রসঙ্গে সাবেক এ মেয়র বলেন, না কাঁদলে সন্তানও মায়ের দুধ পায় না। সাবেক এ মেয়র বলেন, মূলত উন্নয়ন প্রতিষ্ঠান চউকের সঙ্গে সেবা সংস্থা চসিকের সমন্বয়হীনতার কারণে নগরবাসীর সংকট বেড়েছে। তিনি জানান, বিশ্বব্যংকের অর্থায়নে ১৯৮৯ সালে শুরু হওয়া চসিকের 'পরিবেশ উন্নয়ন প্রকল্প' ৯ বছরের মাথায় বন্ধ হয়ে গেলে আর নবায়ন না করায় পরবর্তীতে ক্রমান্বয়ে এমন ভয়াবহ জলাবদ্ধতার দুর্ভোগ এসেছে। ওই প্রকল্পের আওতায় নগরীর খালগুলোর মুখে পাহাড় থেকে বালির প্রবাহ বন্ধে যেসব 'বালির ফাঁদ' তৈরি করা হয়েছিল সেগুলোর কি অবস্থা তা বর্তমান মেয়র জানেনই না বলে মনে করেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম।