ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ছাত্র রাজনীতিতে বর্তমানে যে সংকট বিরাজ করছে তা থেকে উত্তরণের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সব সংগঠনের সহাবস্থান ও ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বলেন, দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্র রাজনীতিতে সংকট ও বন্ধ্যত্ব তৈরী হয়েছে। এ থেকে উত্তরণ করতে না পারলে এর প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতে। বর্তমানে রাজনীতির কোথাও গণতন্ত্র নেই। ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্র রাজনীতিকে কলুষিত করছে। সব জায়গায় ক্ষমতার জোরে অপকর্ম করছে। হাবিবুর রশিদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নেই। ছাত্র সংসদ কার্যকর না থাকায় ক্ষমতাসীন ছাত্র সংগঠন একচ্ছত্র প্রভাব বিস্তার করছে। ফলে ছাত্র রাজনীতি আগের গৌরবময় ঐতিহ্য হারাচ্ছে। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদল নেতারা ছাত্র রাজনীতি শেষে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা দেশ গঠনে জনস্বার্থে কাজ করেন। যে কারণে জাতীয় রাজনীতির নেতৃত্ব সংকট অনেকটা দূর হয়। তবে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হলে যে দলেরই হোক না কেন যোগ্য নেতৃত্ব উঠে আসতেন।
জাতীয় রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হতেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, ছাত্রলীগসহ সব ছাত্র সংগঠনের সহাবস্থান ছিল। কিন্তু বর্তমানে ছাত্রলীগের নেতা-কর্মীদের আগ্রাসী মনোভাবের কারণে ছাত্র সংগঠনগুলোর সে সহাবস্থান নেই। এমনকি ছাত্রদল ক্যাম্পাসেও যেতে পারে না।