১৮ অক্টোবর, ২০২০ ১৩:২৮

তুমি একা- এটাই তোমার শক্তি

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী

তুমি একা- এটাই তোমার শক্তি

সারা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়াতে পারে। পৃথিবীর সব মানুষ একদিকে আর তুমি আরেকদিকে ছিটকে পড়তে পারো। ভেবে দেখেছো এমনটা যদি তোমার জীবনে ঘটে সেটা তোমার জন্য কেমন হতে পারে। কেউ তোমার দিকে তাকাচ্ছে না, কোনো কথা তোমার সাথে বলছে না, সব চেনা মুখ অচেনা হয়ে গেছে। তুমি দরজা-জানালা বন্ধ করে চুপচাপ বসে আছো। কেউ সান্ত্বনা দেবার নেই, কেউ তোমাকে বোঝার মতো নেই, তোমার মাথায় হাত রাখার একটা মানুষ পর্যন্ত নেই। দম বন্ধ হয়ে আসছে তোমার, চারপাশটা কেমন অপরিচিত হয়ে উঠেছে। বেঁচে থেকেও মৃত মানুষের মতো জীবন তোমার, নিঃশ্বাস নেই, অক্সিজেন নেই। হাতুড়ি পেটা একটা বিপন্ন অস্থিরতা তোমাকে হাতড়িয়ে বেড়াচ্ছে। আতঙ্ক, নিস্তব্ধতা সবদিকে। তোমার ছায়াটাও সুবিধাবাদী হয়ে তোমাকে ত্যাগ করেছে। কষ্ট আর বোবা কান্নাগুলো তোমাকে কেমন যেন এলোমেলো করে দিয়েছে। তোমার সারাজীবনের হাসিমুখ আজ অন্ধকারে ঢেকে গেছে। তোমার সাজানো চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে ভাসছে। এমন দুঃসময়ে তোমার সুসময়ের বন্ধুদের কথা মনে পড়ছে, আপনজনদের কথা মনে পড়ছে। তোমার বিপক্ষে দাঁড়ানো মানুষদের কথা মনে পড়ছে। খুব ক্লান্ত তুমি। তারপরও তোমার কানে ভেসে আসছে সেই চেনা সুর, অচেনা সময়ের গান: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে... 

সবকিছু তোমার প্রতিকূলে, কেবল তুমিই তোমার অনুকূলে। তারপরও নিজের পায়ে উঠে দাঁড়াও, মেরুদণ্ডটা শক্ত করো, ঘুরে দাঁড়াও।

যেদিন সবাই তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে সেদিনও তুমি তোমার বিশ্বাসকে ধরে রেখো। তোমার সাথে কেউ না থাকলেও তোমার আত্মশক্তি তোমার সাথে থাকবে । এই আত্মশক্তি অনেক মানুষের শক্তি থেকেও অনেক বড়। মনে রেখো সব সময় বীরদের একাই লড়তে হয়েছে। হোক সেটা পরিবর্তনের, হোক সেটা ভাবনার, হোক সেটা সততার। যেদিন তুমি একা হবে সেদিন তুমি বুঝবে তোমার পথ সঠিক পথ ছিল। অন্যদের পথ সঠিক ছিলো না । তুমি একা, এটাই তোমার শক্তি। তোমার সাথে কেউ নেই, তুমি তোমার সাথে আছো, তোমার নিজের চিন্তার সাথে আছো- এটাই তোমার শক্তি। তুমি যা ভেবেছো, অন্যরা তার ঠিক উল্টো ভেবেছে, এটাই তোমার শক্তি। পৃথিবীতে বেশিরভাগ মানুষ পরিবর্তন আনতে পারে না, কেউ কেউ পারে। তুমি সে পরিবর্তন এনেছো বলে তুমি আজ একা হয়ে পড়েছো। এটা সাময়িক, সুদীর্ঘকালের জন্য হতে পারে না। ফেলে আসা সময় আর ইতিহাস এমন সাক্ষীই দিচ্ছে।  জেগে উঠো আপন শক্তিতে, ঘর থেকে বের হয়ে সারা পৃথিবীকে  চিৎকার করে জানিয়ে দাও তোমার ব্যক্তিসত্তার কথা, তোমার ভিতরের জ্বলে উঠা ঘুমন্ত শক্তির কথা । গুন্ গুন্ করে সে মহাদুর্যোগেও গেয়ে উঠো জীবনের জয়গান: সঙ্কোচের বিহ্বলতা, নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর