শিরোনাম
প্রকাশ: ১৭:৫৬, বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

জাতির পিতার হত্যাকাণ্ডের কুশীলবদের স্বরূপ উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন সময়ের দাবি

বিচারপতি ওবায়দুল হাসান
অনলাইন ভার্সন
জাতির পিতার হত্যাকাণ্ডের কুশীলবদের স্বরূপ উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন সময়ের দাবি

১৯৭৫ সালের ১৫ আগস্ট শুক্রবার সুবেহ সাদেকের পর যখন মসজিদের মিনারচূড়া থেকে ভেসে আসছিল উদাত্ত আহ্বান ‘আসসালাতু খায়রুম মিনাম নাউম’। মুসল্লিগণ ফজরের নামাজের জন্য মসজিদের দিকে এগুতে থাকেন। ঠিক তখনই ধানমন্ডি মোহাম্মদপুর ও রমনা এলাকার সাধারণ মানুষ গুলির শব্দে ঘুম থেকে জেগে ওঠে। মুসুল্লিগণ হতচকিত ও ভীত হয়ে এদিক-সেদিক তাকাতে থাকেন। তারা কোনো কিছুই বুঝে ওঠতে পারছিলেন না। কী হলো? কিছুক্ষণ পর রেডিওতে সম্প্রচারিত মেজর ডালিমের ঘোষণায় দেশবাসী চমকে ওঠে, হতবাক হয়। জানতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। দেশে সামরিক আইন জারি করা হয়েছে। নির্বাক বিস্মিত বেদনার্ত হয় জাতি। অনেকেই এ ঘোষণা বিশ্বাস করতে পারছিল না। বেতারে কিছুক্ষণ পরপর ঘাতক মেজর ডালিমের একই ঘোষণা সম্প্রচারিত হচ্ছিল। সেদিনের এ বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বও হয়েছিল বেদনার্ত হতবাক। 

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে বিক্ষিপ্ত কিছু প্রতিবাদ হলেও কেন্দ্রীয়ভাবে বড় কোনো প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে ওঠেনি। মানুষ ছিল স্তম্ভিত বাকহীন। বিশ্বাসঘাতক খন্দকার মোশতাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন এবং বিকালে ২১ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন। ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও ওই কালরাতে যারা নিহত হয়েছিলেন তাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকদের বিচার না করে পুরস্কৃত করা হয়েছিল যা সভ্য বিশ্বে নজিরবিহীন। সেই সঙ্গে বিচারহীনতার এ গ্লানি ছিল জাতির জন্য চরম এক আঘাত। 

এরপর ১৯৭৫ এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে খন্দকার মোশতাকের নির্দেশে ঘাতকেরা নির্মমভাবে গুলি করে হত্যা করে। ৭ নভেম্বর আরেক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতার আবারও পট পরিবর্তন হয়। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের তৎকালীন প্রধান বিচারপতি এ এস এম সায়েম। মেজর জেনারেল জিয়াউর রহমান উপসামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। 

কিছুদিন পর ১৯৭৭ সালের এপ্রিলে বিচারপতি সায়েমকে সরিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। তিনি ক্ষমতায় এসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রায় সব ঘাতককেই বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে চাকরি প্রদান করেন। এভাবে আত্মস্বীকৃত ঘাতকদের বিদেশি মিশনে চাকরি প্রদান প্রকারান্তরে ১৯৭৫ এর ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে জিয়াউর রহমান এর যে স্বজ্ঞান সমর্থন ছিল তাই প্রমাণ করে। আমরা দেখেছি ঘাতকেরা ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সালের প্রথমার্ধ পর্যন্ত সামরিক ও স্বৈরশাসন আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ আনুকূল্য ভোগ করেছে। 

১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বঙ্গবন্ধুর ব্যক্তিগত কর্মকর্তা এএফএম মোহিতুল ইসলাম ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কাজ শেষে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপক্ষ কর্তৃক আদালতে উত্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঢাকার বিজ্ঞ দায়রা জজ কাজী গোলাম রসুল ৮ নভেম্বর ১৯৯৮ তারিখে এক রায় ও আদেশে ১৯ জন অভিযুক্তের মধ্যে ১৫ জনকে দোষী সাব্যস্ত করে সবাইকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তিগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আপিল দায়ের করলে হাই কোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ শুনানি গ্রহণ করেন এবং বিচার কার্য শেষে ১০ জন অভিযুক্তের ব্যাপারে বেঞ্চের উভয় বিচারক একমত পোষণ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন। আর পাঁচজন অভিযুক্তকে বেঞ্চের কনিষ্ঠ বিচারক মৃত্যুদণ্ড প্রদান করলেও জ্যেষ্ঠ বিচারক মো. রুহুল আমিন তাঁর সঙ্গে একমত পোষণ করেননি। ফলে মামলাটি মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক তৃতীয় বেঞ্চে প্রেরিত হয়। তৃতীয় বেঞ্চের বিচারপতি ফজলুল করিম এ বি এম খায়রুল হক কর্তৃক যে ৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের মধ্য থেকে দুজনের দণ্ডাদেশের ব্যাপারে বিচারপতি খায়রুল হকের মতের সঙ্গে একমত পোষণ করেন। অর্থাৎ মোট ১৫ জন অভিযুক্তের মধ্যে হাই কোর্ট কর্তৃক ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয় এবং অপর তিনজনকে খালাস প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে পাঁচজন আপিল বিভাগে লিভ পিটিশন দাখিল করেন। লিভ মঞ্জুর করা হলো। চূড়ান্ত বিচারে তাদের আপিল খারিজ হয় এবং কারাগারে থাকা দণ্ডপ্রাপ্তদের দণ্ড পরবর্তীতে কার্যকর হয়। 

বিচারহীনতার গ্লানি থেকে মুক্ত হয়ে জাতি ও মানবতা স্বস্তি পায়। কিন্তু এখানেই শেষ নয়। আরও অনেক প্রশ্ন সামনে আসে এবং এখনো আসছে। যারা বিচারের সম্মুখীন হয়েছিলেন এরা সবাই সামরিক বাহিনীর সদস্য ছিলেন। প্রশ্ন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিশ্বনন্দিত একজন রাষ্ট্রনায়ক ও স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের রূপকার এবং তাঁর পরিবারের সদস্যদের কি কেবল কতিপয় বিপথগামী সেনা সদস্যের সিদ্ধান্তের আলোকেই হত্যা করা হয়েছিল নাকি এর পেছনে ছিল কোনো ষড়যন্ত্র। সম্প্রতি বিচারপতি এম ইনায়েতুর রহিমের লেখা ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা- সেনাবিদ্রোহ নয় পরিকল্পিত খুন’ (১২ আগস্ট ২০২১ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে) শীর্ষক প্রবন্ধে তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের ব্যাপারে আপিল বিভাগের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। আপিল বিভাগ প্রদত্ত রায়ে তাঁদের পর্যবেক্ষণে বলেছেন যে, “অপরাধমূলক ষড়যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটা বেআইনি কাজ করতে দুই বা ততধিক ব্যক্তির ‘মতৈক্য’। মতৈক্য অনুসারে বেআইনি কাজটি হতেও পারে, না-ও হতে পারে। তারপরও ঐরূপ মতৈক্যটাই হলো অপরাধ এবং তা শাস্তিযোগ্য। কোনো বেআইনি কাজ কিংবা বেআইনি নয় এমন কাজ বেআইনি পন্থায় করা বা করার কারণ ঘটানোর জন্য দুই বা ততধিক ব্যক্তির স্রেফ একমত হওয়াটাই হলো ‘অপরাধমূলক ষড়যন্ত্র’। ষড়যন্ত্রে সহযোগিতাকারীকে অপরাধ সংঘটনকারী ব্যক্তির সঙ্গে অপরাধ সংঘটন কর্মে শারীরিক বা প্রত্যক্ষভাবে অংশ নিতে হবে এমন কোনো কথা নেই, ষড়যন্ত্র অনুযায়ী অপরাধ সংঘটিত হয়েছে এবং এ অপরাধ সংঘটনে সে যে কোনো পর্যায়ে লিপ্ত থাকলে সেটাই তাকে দোষীসাব্যস্ত করার জন্য যথেষ্ট। অপরাধমূলক ষড়যন্ত্র যেহেতু গোপনে রচিত হয় সেহেতু এর প্রত্যক্ষ সাক্ষ্য থাকে না। অপরাধমূলক ষড়যন্ত্র প্রমাণে পারিপার্শ্বিক ও অবস্থাগত সাক্ষ্যের ওপর নির্ভর করতে হয়...।” 

১৫ আগস্ট ১৯৭৫ যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেটির সূত্রপাত ১৫ আগস্টেই হয়েছিল একথা মনে করলে ভুল করা হবে। এর মূল বা শেকড় প্রোথিত হয়েছে অনেক আগেই। সামরিক বেসামরিক কিছু কুশীলবের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এ নির্মম নজিরবিহীন হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সরকারের প্রথমদিকে খন্দকার মোশতাককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার কার্যকলাপ তৎকালীন মুজিবনগর সরকারের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাকে মন্ত্রিসভায় রাখা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকলাপ থেকে অনেকটা বিরত রাখা হয়। তখন থেকেই খন্দকার মোশতাক তৎকালীন মার্কিন সরকারের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতায় আসা যায় কিনা তার চেষ্টা করছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ধূর্ত মোশতাক বঙ্গবন্ধুর উদারতার সুযোগে তাঁর সরকারে ঠাঁই করে নিতে পেরেছিলেন। ১৯৭২ সাল, দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনা সম্ভব হয়নি। একটি ভগ্ন স্তূপের ওপর দাঁড়িয়ে সরকার পরিচালনা করতে গিয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানপন্থি যেই চাকরিজীবীরা যুদ্ধকালীন নয় মাস পাকিস্তান সরকারের স্বার্থ রক্ষা করে কাজ করেছেন তাদের সবাইকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। এরকম একটি অবস্থায় সামরিক বেসামরিক চাকরিজীবীদের অনেকেই তাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা পাকিস্তানপন্থি রাজনৈতিক চেতনা প্রসূত কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। তারা গোপনে যোগাযোগ রাখতে থাকে খন্দকার মোশতাকসহ আরও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যারা সেদিন বঙ্গবন্ধুর মহানুভবতার সুযোগে তাঁর খুব কাছে যেতে পেরেছিল। ওই লোকগুলো কারা? যারা একদিন বঙ্গবন্ধুর সামান্য সহানুভূতি পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে থাকত, তারাই অতঃপর সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য হয়ে উঠেছিল অস্থির। এ ষড়যন্ত্রের অন্যতম হোতা ছিল খন্দকার মোশতাক আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, কে এম ওবায়দুর রহমান, তাহের উদ্দিন ঠাকুরের মতো বঙ্গবন্ধুর এক সময়ের আস্থাভাজন রাজনৈতিক নেতাগণ (সূত্র : বেইমানির ইতিবৃত্ত, মানিক মো. রাজ্জাক, পৃষ্ঠা-৪১)। উল্লেখিত এ চারজন ছাড়াও খন্দকার মোশতাকের অসাংবিধানিক শাসনামলে মন্ত্রিত্বের আসনে আসীন হয়ে মোশতাকের অবৈধ কার্যকলাপকে সহায়তা দিয়ে গেছেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় যারা ১৫ আগস্ট সকাল পর্যন্ত কাজ করেছেন তাদের মধ্যে অন্তত পক্ষে ২০ জন সদস্য। এই ২০ জন সদস্যের মধ্যে পরবর্তীতে কেউ কেউ আওয়ামী লীগের মূলধারায় ফিরে এলেও প্রকাশ্যে তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছেন বা ক্ষমা প্রার্থনা করেছেন এমনটি কখনো কোনোা যায়নি। আবার অনেকেই জিয়া-এরশাদের নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠনে যোগদান করে বাঙালি জাতীয়তাবাদী চেতনা ও ধর্মনিরপেক্ষ রাজনীতির বিপরীতে অবস্থান গ্রহণ করেছিলেন। 
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম নায়ক সৈয়দ ফারুক রহমান প্রয়াত সাংবাদিক মিজানুর রহামান খানের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিল 'Sheikh Mujib is the victim of those who are beneficiaries of his lifelong political activities’. অর্থাৎ ‘শেখ মুজিব তাদের কার্যক্রমের বলি হয়েছেন যারা তাঁর আজীবনের রাজনীতির সুবিধাভোগী ছিলেন।’ কথাটি একজন ঘাতকের মুখের হলেও তাকে অসত্য বলা যাবে না। তাকে অসত্য বললে ভুল হবে। যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন তাদের দেখা গেল ১৫ আগস্ট বিকালবেলা খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় সহাস্যে শপথ নিচ্ছেন। অন্যদিকে আরেকটি চিত্র দেশবাসী বিস্ময়ের সঙ্গে প্রত্যক্ষ করেছেন। সেটি হলো ১৫ আগস্টের পর জাতীয় চার নেতাসহ বহু রাজনৈতিক নেতাকে কারান্তরালে নিক্ষেপ করা হয়েছিল। কারণ তারা খন্দকার মোশতাকের সরকারকে সমর্থন করতে পারেননি। মিজানুর রহমান খানের লিখিত বই ‘মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড’- এ উল্লেখ করা হয়েছে- শেখ মুজিবুর রহমানের সরকার উৎখাত করতে মেজর সৈয়দ ফারুক রহমান ১৯৭৪ সালের ১৩ মে সন্ধ্যায় ‘উচ্চতম পর্যায়ের বাংলাদেশ সেনা কর্মকর্তার নির্দেশে’ মার্কিন প্রশাসনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব করেছিল। ১৯৭৪ সালে ফারুকের অভ্যুত্থান ঘটানোর এ অশুভ আগ্রহ প্রকাশের বিষয়টি ঢাকায় নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরকে ২১৫৮ নম্বর গোপন তারবার্তার মাধ্যমে ১৯৭৪ সালের ১৫ মে অবহিত করেছিলেন। (পৃষ্ঠা-৪৮) সাংবাদিক মিজানুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎকার প্রদানকালে সৈয়দ ফারুক রহমান বলেছিল ‘জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টস্থ বাসভবনের চত্বরে বসে প্রস্তাব দেওয়ার পর তিনি আমাকে উৎসাহিত করলেন কিন্তু সহযোগিতার আশ্বাস দিলেন না...।’ (প্রাগুক্ত পৃষ্ঠা-৩৩০)।

প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফসুলজ কর্নেল আবু তাহের হত্যা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে ১৪ মার্চ ২০১১ তারিখে একটি বিবৃতি প্রদান করেন। তিনি আদালত কক্ষে বলেছিলেন ‘শেখ মুজিব হত্যাকাণ্ডে জিয়াউর রহমান পরোক্ষভাবে জড়িত ছিলেন। লিফসুলজ আরও বলেছিলেন, জিয়া আগস্ট অভ্যুত্থানের খেলোয়াড়দের অন্যতম। তিনি চাইলে অভ্যুত্থান হয়তো বন্ধ করতে পারতেন। কারণ, এ ষড়যন্ত্র সম্পর্কে তিনি আগেই ওয়াকেবহাল ছিলেন’ (সূত্র: মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড, মিজানুর রহমান খান, পৃষ্ঠা ৪৯-৫০)। ২০০৫ সালে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে লিফসুলজ লিখেছিলেন, ‘মেজর রশিদ এক বৈঠকে প্রশ্ন তুললেন, অভ্যুত্থানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাব কী হবে? জিয়া ও মোশতাক উভয়ই আলাদাভাবে বললেন, তাঁরা এ বিষয়ে মার্কিনিদের মনোভাব জেনেছেন। দুজনের উত্তর একইরকম ছিল। তাঁরা বললেন, এটা (মুজিবকে সরানো) মার্কিনদের জন্য কোনো সমস্যা নয়। আমি তখন অনুভব করলাম মার্কিনদের সঙ্গে জিয়া ও মোশতাকের আলাদা যোগাযোগের চ্যানেল রয়েছে।’ (প্রাগুক্ত পৃষ্ঠা-৫০)।

১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী ভাবধারায় প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তনের চেষ্টা ছিল প্রবল। ১৫ আগস্ট বাংলাদেশে নিযুক্ত ভারত ও সোভিয়েত রাষ্ট্রদূত ঢাকায় ছিলেন না। ভারতীয় হাইকমিশনার সমর সেন গাড়িতে চেপে কলকাতা হয়ে ১৬ আগস্ট ঢাকায় পৌঁছান। তিনি হাইকমিশনে তার সহকর্মী এবং ঢাকার বন্ধুদের সঙ্গে অনেকগুলো বৈঠক সেরে ১৮ আগস্ট বঙ্গভবনে মোশতাকের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সমর সেন তাঁর হাতে থাকা একখণ্ড কাগজে যা লেখা ছিল তা পড়ে শোনানোর পর খন্দকার মোশতাক বিমর্ষ চেহারায় ধপ করে চেয়ারে বসে পড়েন। এতে লেখা ছিল, ‘যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করা হয় এবং কোনো দেশের সঙ্গে কনফেডারেশন করা হয়, তাহলে ভারতের কাছে থাকা বৈধ চুক্তির আওতায় ভারতের সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। কিন্তু আপনি যদি নাম পরিবর্তন এবং তথাকথিত কনফেডারেশনের ধারণা থেকে বিরত থাকেন, তাহলে ভারত ১৫ আগস্ট থেকে যা-ই ঘটুক না কেন, তাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করবে।’ (প্রাগুক্ত পৃষ্ঠা-১১০)। উল্লেখিত কথাগুলো থেকে তখনকার ভারত সরকারের মনোভাব যেমন প্রকাশ পায় ঠিক তেমনি আরেকটি বিষয় অনুধাবন করার মতো, সেটি হলো সেদিন যদি ভারত সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য উপস্থাপন করা না হতো তাহলে হয়তো বাংলাদেশ নামক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটির রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যেত। 

১৯৭৫ সালে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন বাইরোড। তিনি তার সরকারের কাছে প্রেরিত এক তারবার্তায় উল্লেখ করেছেন- ১৫ আগস্টের পট পরিবর্তন ও খন্দকার মোশতাকের ক্ষমতা দখলকে জামায়াতে ইসলামীর আধ্যাত্মিক নেতা মাওলানা মওদুদী ‘আল্লাহর আশীর্বাদ’ ও ‘ইসলামের বিজয়’ হিসেবে বর্ণনা করেছিলেন। (প্রাগুক্ত পৃষ্ঠা-১১৪)। ১৫ আগস্টের কুশীলবরা সেদিন বাঙালি সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল চরমভাবে। বাংলাদেশ বেতার রাতারাতি হয়ে ওঠল রেডিও বাংলাদেশ। কৌশলে রেডিও বাংলাদেশ রবীন্দ্রনাথের গান বর্জন করেছিল। সাময়িকভাবে গীতা পাঠও বন্ধ হয়েছিল। যে কোনো অনুষ্ঠান শেষে জয় বাংলা উচ্চারণের পরিবর্তে তারা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটির প্রচলন করে। তবে গীতা পাঠ ও রবীন্দ্রনাথ ঠাকুরের গান তারা বেশিদিন বন্ধ রাখতে পারেনি। কিন্তু রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ জিন্দাবাদ এ শব্দগুলোর ব্যবহার সরকারিভাবে ১৯৯৬ সালের প্রথমার্ধ পর্যন্ত বহাল ছিল। 

উপরের তথ্যভিত্তিক আলোচনা থেকে এ ধারণা পাওয়া যায়, ১৯৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড নিছক কোনো সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তনের প্রয়াস ছিল না। এটি ছিল বাঙালি রাষ্ট্রসত্তার মূলে কুঠারাঘাত ও এই জাতিসত্তার প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক ঘৃণ্য প্রয়াস, যে পরিকল্পনা বা ষড়যন্ত্র হয়তোবা লোকচক্ষুর অন্তরালে ঘটনা পূর্ববতী দীর্ঘদিন যাবৎ চলে আসছিল।
 
ইতিহাস সাক্ষ্য দেয় ষড়যন্ত্র কখনো বাস্তবায়িত হতে পারে না যার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় তার কাছের মানুষের সহযোগিতা ছাড়া। এ হীন প্রকৃতির মানুষরাই যুগ যুগ ধরে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত হয়ে আসছে। ভাবাদর্শগত মতাদর্শগত, আর্থিক স্বার্থ চরিতার্থকরণ ও ঈর্ষাপরায়ণতাসহ বিভিন্ন কারণে এ তথাকথিত কাছের মানুষেরাই বিশ্বাসঘাতকতা করে। এ রকম বিশ্বাসঘাতকদের একজনের নাম মার্কাস জুনিয়াস ব্রুটাস। রোমান সম্রাট সিজারের দয়ায় বেঁচে যাওয়া এবং তার সরকারের উচ্চ পদে পদায়িত এ ব্রুটাস সিজারবিরোধী ষড়যন্ত্রে ও হত্যায় লিপ্ত ছিল। ব্রুটাস নিজেই সিজারের ওপর ছুরি চালিয়েছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়। মৃত্যুর আগে ব্রুটাসের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সম্রাট সিজার বলেছিলেন ‘ইউ টু ব্রুটাস’। 

বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নিকটাত্মীয় ছিলেন তার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান। লর্ড ক্লাইভের সঙ্গে গোপন আঁতাতের ভিত্তেতে ঈর্ষা-বিদ্বেষ-লোভের বশবর্তী হয়ে পুত্রতুল্য নবাব সিরাজকে শুধু যুদ্ধে পরাজিত করিয়েই মীর জাফর আলী খান ক্ষান্ত থাকেননি, মোহাম্মদী বেগকে দিয়ে বন্দী নবাবকে হত্যাও করিয়েছিল এ বিশ্বাসঘাতক মীর জাফর আলী খান। এ বিশ্বাস ঘাতক তার জীবদ্দশায় কখনো তার পাপাচারের জন্য অনুশোচনা প্রকাশের প্রয়োজন মনে করেনি। 

বঙ্গবন্ধুর মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিল খন্দকার মোশতাক আহমেদ। বঙ্গবন্ধুর সঙ্গে কখনো কোনো বিষয়ে খন্দকার মোশতাক দ্বিমত করেছেন এর খুব একটা প্রমাণ পাওয়া যায় না। এভাবেই মোশতাক বঙ্গবন্ধুর বিশ্বস্ততা অর্জন করেছিল। ১৯৭৫-এর ১৫ আগস্ট ভোরে শেরওয়ানি পরে পায়চারি করছিল খন্দকার মোশতাক, বঙ্গবন্ধুর নিহত হওয়ার খবর পাওয়ার আশায়। ইতিহাসে ব্রুটাস, মীর জাফর আলী খানসহ আরও বিশ্বাসঘাতকের সঙ্গে নতুন যে নামটি সংযোজিত হলো সেটি খন্দকার মোশতাক আহমেদ। বাংলাদেশে সম্ভবত ১৯৭৫-এর পর নবজন্ম নেওয়া কোনো শিশুর নাম সচেতনভাবে কেউ ‘মোশতাক’ রাখেন না। এ যেন বিশ্বাসঘাতকের প্রতি ঘৃণা প্রকাশের নামান্তর। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যেসব আওয়ামী লীগ নেতা যোগ দিয়েছিলেন তারা সবাই আগের দিন পর্যন্ত বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন। খন্দকার মোশতাক ২১ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় ১০ জনকে দিয়েছিলেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা আর ১১ জনকে দিয়েছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদা। মোশতাক সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ১০ জন এবং স্পিকার ও হুইপ হিসেবে কর্মরত আরও দুজনসহ ১২ জন, অবশ্য পরবর্তীতে ১৯৭৬ সালের ২৫ আগস্ট এক বর্ধিত সভায় যোগদান করে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসেন। বঙ্গবন্ধুর সরকারে ছিলেন এরকম তিন-চারজন যারা পরবর্তীতে মোশতাক মন্ত্রিসভায় যোগদান করেছিলেন তারা আর আওয়ামী লীগে ফিরে আসেননি। শাহ মোয়াজ্জেম হোসেন, তাহের উদ্দিন ঠাকুর, নুরুল ইসলাম মঞ্জুর, কে এম ওবায়দুর রহমান এ চারজনকে বঙ্গবন্ধুবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে খন্দকার মোশতাকের নেতৃত্বে কাজ করেছেন বলে অনেকেই মনে করেন। (এবং মোশতাকের মন্ত্রিসভার বেইমানির ইতিবৃত্ত মানিক মো. রাজ্জাক পৃষ্ঠা-৪১-৪৪)।

মোশতাকের মন্ত্রিসভা থেকে ফিরে এসে যারা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হলেন বা যারা ফিরে আসেননি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে তাদের মধ্যে কেউ জড়িত ছিলেন কিনা এ বিষয়টি আজও জাতির সামনে কোনো সুনির্দিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে প্রতিষ্ঠা পায়নি। উল্লেখিত ব্যক্তিবর্গ নিজেরাও কখনো পরিষ্কার করেননি তাদের তখনকার অবস্থান। শুধু উপরোল্লেখিত চারজন যথাক্রমে শাহ মোয়াজ্জেম হোসেন, তাহের উদ্দিন ঠাকুর, নুরুল ইসলাম মঞ্জুর ও কে এম ওবায়দুর রহমান গংদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না পাওয়া গেলেও হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত ছিলেন এ বিষয়টি বিশেষভাবে প্রতিষ্ঠিত। তবে আরও অনুসন্ধানের মধ্য দিয়ে এদেরসহ অন্য সবার সম্পৃক্ততার প্রকৃতি ও পরিধি সুনির্দিষ্ট হওয়া উচিত। 

লরেন্স লিফসুলজের আদালতে প্রদত্ত বক্তব্য মতে এবং কর্নেল ফারুক-রশিদের বক্তব্য থেকে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে তৎকালীন সেনা উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের পরোক্ষ সম্পৃক্ততা পরিলক্ষিত হয়। এটি মনে করার কোনো কারণ নেই যে, শুধু অভিযুক্ত ব্যক্তিবর্গ এত বড় একটি ঘটনা সংঘটিত করতে সক্ষম হয়েছিল। এর পেছনে যেমন আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল ঠিক তেমনিভাবে দেশীয় সামরিক বেসামরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ওই ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মহীয়সী স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ তাঁদের পরিবারের সদস্যবর্গের হত্যাকাণ্ডের বিচার হয়েছে দেশের প্রচলিত আইনে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধার কারণেই এটি সম্ভব হয়েছিল। তিনি দেশের প্রচলিত আদালতে অন্যান্য বিচারপ্রার্থী যেভাবে বিচার প্রার্থনা করেন ঠিক তেমনিভাবেই বিচার প্রার্থনা করেছিলেন। যদিও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারটি বিশেষ ট্রাইব্যুনালে হলেও এ ব্যাপারে কেউ আপত্তি করত না। 

বিচারকার্য শেষে বেশ কজন দণ্ডিত ঘাতকের সাজা কার্যকর হয়েছে। দণ্ডিতদের বেশ কজন এখনো দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছে। কেন, কেন সেদিন এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? এর পিছনে কী ধরনের ষড়যন্ত্র কাজ করেছিল, দণ্ডিত অভিযুক্তরা ছাড়া আর কারাই বা এই অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং কীভাবে ছিল এটা জানা জাতির অধিকার। আপিল বিভাগের রায়ে উঠে এসেছে অপরাধমূলক ষড়যন্ত্রের বিষয়টি। উঠে এসেছে অপরাধমূলক ষড়যন্ত্রে একমত হয়ে যুক্ত কেউ সেই ষড়যন্ত্র সাধনকল্পে হত্যাকাণ্ডের মূল ঘটনায় যুক্ত না থাকলেও সেও মূল অপরাধের জন্য সমভাবে দোষী। কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে নয়, বরং ঘটনার পেছনের ষড়যন্ত্রের সত্যটি জাতির সামনে তুলে ধরার জন্যই সরকারের উচিত ১৯৭৫ সালের ১৫ আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্রের স্বরূপ উদ্ঘাটন করা। সেই লক্ষ্যে একটি সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা। সরকার কমিশনের নিরপেক্ষতার কথা মাথায় রেখে এ কমিশন কীভাবে সাজাবেন এটি তারাই নির্ধারণ করতে পারেন। এটি সমাজের বুদ্ধিজীবী শ্রেণি, গবেষক, সাবেক সামরিক বেসামরিক ব্যক্তিবর্গকে নিয়েও গঠিত হতে পারে অথবা শুধু উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশনও হতে পারে। 
১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা সেদিন কেবল বাঙালি জাতিকে নয়, এ নির্মমতা বিশ্বের বিবেকবান জনগোষ্ঠীকেও কাঁদিয়েছে। হতবাক হয়েছে মানবতা। বঙ্গবন্ধুর ত্যাগ উৎসরিত দর্শন ও কর্ম চিরকাল আমাদের জন্য এক অগ্রণী ভূমিকা রেখে যাবে। এ শোকাবাহ আগস্টে স্মরণ করছি জাতির পিতা নির্ভিক বঙ্গবন্ধুর গভীর দেশপ্রেমকে যা তাঁকে গণমানুষের কাছে নিয়ে এসেছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ একটি মহাকাব্য যার রূপকার বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শে সদা মূর্ত রয়েছে মানুষের প্রতি ভালোবাসা ও প্রেরণা। মানুষের মুক্তি ও কল্যাণের মাঝেই তিনি নিজেকে খুঁজে পেতেন। রাজনীতির কবি বঙ্গবন্ধুুর শিক্ষা ও গণকল্যাণমুখী দর্শন বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের আড়ালে থাকা সত্যকে সামনে আনতেই হবে। বঙ্গবন্ধু আমাদের মাঝে আছেন এবং থাকবেন চিরকাল। তিনি অমর অক্ষয়। তিনি মৃত্যুঞ্জয়ী। 

দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের প্রতি আহ্বান অবিলম্বে একটি নিরপেক্ষ ও কার্যকর তদন্ত কমিশন গঠন করে ১৯৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের পেছনে সম্পৃক্ত সব ষড়যন্ত্রকারীর পরিচয় জাতির সামনে উন্মোচন করার জোর দাবি জানাচ্ছি। সব শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যগণের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।

লেখক : বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, ঢাকা। 

এই বিভাগের আরও খবর
সাংবাদিক বিভুরঞ্জনের খোলা চিঠি
সাংবাদিক বিভুরঞ্জনের খোলা চিঠি
এক বছরে কতটা এগোল বাংলাদেশ?
এক বছরে কতটা এগোল বাংলাদেশ?
ক্ষমতার বৈপ্লবিক রূপান্তর ভিন্ন মুক্তি নেই
ক্ষমতার বৈপ্লবিক রূপান্তর ভিন্ন মুক্তি নেই
চাঁদাবাজি-মাদক দমনে এখনই সুবর্ণ সুযোগ
চাঁদাবাজি-মাদক দমনে এখনই সুবর্ণ সুযোগ
ষড়যন্ত্রকারীদের রুখতে হবে
ষড়যন্ত্রকারীদের রুখতে হবে
ঋণ পুনঃ তফসিল : সিদ্ধান্তটি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন
ঋণ পুনঃ তফসিল : সিদ্ধান্তটি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন
উদ্বেগ বাড়াচ্ছে নৃশংস অপরাধের ক্রমবৃদ্ধি
উদ্বেগ বাড়াচ্ছে নৃশংস অপরাধের ক্রমবৃদ্ধি
সরকারি উপহার থেকে আযান: মালদ্বীপে মানবিকতার পাঠ
সরকারি উপহার থেকে আযান: মালদ্বীপে মানবিকতার পাঠ
হিংসায় উন্মত্ত বিশ্ব : সংকটে মানবতা
হিংসায় উন্মত্ত বিশ্ব : সংকটে মানবতা
অর্থনৈতিক মন্দা ও সরকারি ব্যয়
অর্থনৈতিক মন্দা ও সরকারি ব্যয়
তারেক রহমান : দীর্ঘ সংগ্রামের অপ্রতিরোধ্য আলোকবর্তিকা
তারেক রহমান : দীর্ঘ সংগ্রামের অপ্রতিরোধ্য আলোকবর্তিকা
এএফসির চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস
এএফসির চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস
সর্বশেষ খবর
প্রতি মাসে পাচ্ছেন ঢাবির ছয় শতাধিক শিক্ষার্থী
প্রতি মাসে পাচ্ছেন ঢাবির ছয় শতাধিক শিক্ষার্থী

১ সেকেন্ড আগে | বসুন্ধরা শুভসংঘ

রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের
রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সাংবাদিক বিভুরঞ্জনের খোলা চিঠি
সাংবাদিক বিভুরঞ্জনের খোলা চিঠি

২৭ মিনিট আগে | মুক্তমঞ্চ

হাতি রক্ষায় ৪০ কোটি টাকার প্রকল্প রেলওয়ের, বসছে সেন্সরযুক্ত রোবটিক ক্যামেরা
হাতি রক্ষায় ৪০ কোটি টাকার প্রকল্প রেলওয়ের, বসছে সেন্সরযুক্ত রোবটিক ক্যামেরা

৩১ মিনিট আগে | প্রকৃতি ও পরিবেশ

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া

৫২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চকরিয়া থানা হাজতে যুবকের মৃত্যু, তিন পুলিশ প্রত্যাহার
চকরিয়া থানা হাজতে যুবকের মৃত্যু, তিন পুলিশ প্রত্যাহার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

খেলাপি ঋণ ও অব্যবস্থাপনায় বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান
খেলাপি ঋণ ও অব্যবস্থাপনায় বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

১ ঘণ্টা আগে | অর্থনীতি

বাঁধভাঙা বন্যা কেড়ে নিয়েছিল সাবা নগরীর সব সুখ
বাঁধভাঙা বন্যা কেড়ে নিয়েছিল সাবা নগরীর সব সুখ

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

নতুন ফুটবলার কিনতে কারো চলে যাওয়ার অপেক্ষা করবে না ম্যানইউ: আমুরি
নতুন ফুটবলার কিনতে কারো চলে যাওয়ার অপেক্ষা করবে না ম্যানইউ: আমুরি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে : মির্জা ফখরুল
দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে : মির্জা ফখরুল

২ ঘণ্টা আগে | রাজনীতি

ক্যামেরুনে অপহৃত ১০ শিশু উদ্ধার, আটক ৫০
ক্যামেরুনে অপহৃত ১০ শিশু উদ্ধার, আটক ৫০

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পণ্যের বদলে আসছে ইয়াবা
পণ্যের বদলে আসছে ইয়াবা

২ ঘণ্টা আগে | জাতীয়

সব সম্পর্ক ও স্বার্থের ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসা
সব সম্পর্ক ও স্বার্থের ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসা

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৩ আগস্ট)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৩ আগস্ট)

২ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকার বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ঢাকার বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

২ ঘণ্টা আগে | জাতীয়

এক বছরে কতটা এগোল বাংলাদেশ?
এক বছরে কতটা এগোল বাংলাদেশ?

২ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

ক্ষমতার বৈপ্লবিক রূপান্তর ভিন্ন মুক্তি নেই
ক্ষমতার বৈপ্লবিক রূপান্তর ভিন্ন মুক্তি নেই

২ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

যেসব কারণে কুসুম গরম পানি পান করবেন
যেসব কারণে কুসুম গরম পানি পান করবেন

৪ ঘণ্টা আগে | জীবন ধারা

ভারতের কাছে বাংলাদেশের হার
ভারতের কাছে বাংলাদেশের হার

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

একটুতেই রেগে যান জয়া, কারণ জানালেন মেয়ে শ্বেতা
একটুতেই রেগে যান জয়া, কারণ জানালেন মেয়ে শ্বেতা

৫ ঘণ্টা আগে | শোবিজ

ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দ্রুততম মানবের মুকুট ফিরে পেলেন ইমরান
দ্রুততম মানবের মুকুট ফিরে পেলেন ইমরান

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এশিয়া কাপের দলে ডাক পেয়ে যা বললেন সোহান
এশিয়া কাপের দলে ডাক পেয়ে যা বললেন সোহান

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চাঁদপুরে ৫ মাদক কারবারি গ্রেফতার
চাঁদপুরে ৫ মাদক কারবারি গ্রেফতার

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারত ও বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তন
ভারত ও বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তন

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মাইক্রোবাসের ট্যাংকিতে মিলল ইয়াবা, পাচারকারী আটক
মাইক্রোবাসের ট্যাংকিতে মিলল ইয়াবা, পাচারকারী আটক

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম : নুসরাত জাহান
আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম : নুসরাত জাহান

১৭ ঘণ্টা আগে | শোবিজ

মেঘনা নদীতে পাওয়া গেছে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ : পুলিশ
মেঘনা নদীতে পাওয়া গেছে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ : পুলিশ

১৪ ঘণ্টা আগে | জাতীয়

যে কারণে যুক্তরাজ্য তলব করলো ইসরাইলি রাষ্ট্রদূতকে
যে কারণে যুক্তরাজ্য তলব করলো ইসরাইলি রাষ্ট্রদূতকে

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ ৫ দেশের সফর বাতিল
ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ ৫ দেশের সফর বাতিল

২৩ ঘণ্টা আগে | জাতীয়

'ফ্যাসিবাদী বিজেপি' ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়
'ফ্যাসিবাদী বিজেপি' ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

১৮ ঘণ্টা আগে | শোবিজ

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ ট্রাকচালকদের ভিসা
এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ ট্রাকচালকদের ভিসা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা
হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

আমিরাতে ভিসা সংকটে বড় হুমকির মুখে বাংলাদেশি শ্রমবাজার
আমিরাতে ভিসা সংকটে বড় হুমকির মুখে বাংলাদেশি শ্রমবাজার

১৮ ঘণ্টা আগে | পরবাস

টানা ১০ দিন ভারী বর্ষণের পূর্বাভাস
টানা ১০ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

১৮ ঘণ্টা আগে | জাতীয়

কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১২ ঘণ্টা আগে | জাতীয়

ঢাবির বিভিন্ন গ্রুপে গুজব-অপতথ্য ছড়ানো হচ্ছে: আবিদুল ইসলাম
ঢাবির বিভিন্ন গ্রুপে গুজব-অপতথ্য ছড়ানো হচ্ছে: আবিদুল ইসলাম

১৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক তার চুরি, অন্ধকারে স্বপ্নের মওলানা ভাসানী সেতু
উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক তার চুরি, অন্ধকারে স্বপ্নের মওলানা ভাসানী সেতু

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নৌ মহড়ায় সফলভাবে লক্ষ্যবস্তুকে ধ্বংস করল ইরানি ক্ষেপণাস্ত্র
নৌ মহড়ায় সফলভাবে লক্ষ্যবস্তুকে ধ্বংস করল ইরানি ক্ষেপণাস্ত্র

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ও ৬ বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ও ৬ বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

একসঙ্গে দাবানল আরবের পাঁচ দেশে
একসঙ্গে দাবানল আরবের পাঁচ দেশে

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ কোটি ভিসাধারীর নথি পর্যালোচনা
যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ কোটি ভিসাধারীর নথি পর্যালোচনা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একের পর এক বিশ্ব রেকর্ড গড়ছেন ম্যাথু ব্রিটজকে
একের পর এক বিশ্ব রেকর্ড গড়ছেন ম্যাথু ব্রিটজকে

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ, লুটপাট শেষে বৃদ্ধাকে হত্যা
বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ, লুটপাট শেষে বৃদ্ধাকে হত্যা

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

গাজায় দুর্ভিক্ষ, প্রথমবারের মতো স্বীকার করলো জাতিসংঘ
গাজায় দুর্ভিক্ষ, প্রথমবারের মতো স্বীকার করলো জাতিসংঘ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি : এ্যানি
তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি : এ্যানি

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

১৬ ঘণ্টা আগে | জাতীয়

২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র

১১ ঘণ্টা আগে | চায়ের দেশ

‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

সবজি ও ডিমের ঊর্ধ্বমুখী দামে ক্রেতারা বিপাকে
সবজি ও ডিমের ঊর্ধ্বমুখী দামে ক্রেতারা বিপাকে

১৯ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক
উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক

প্রথম পৃষ্ঠা

শত বছরে অক্ষত হীরা জহরতে ভরা রূপজান বিবির কবর
শত বছরে অক্ষত হীরা জহরতে ভরা রূপজান বিবির কবর

পেছনের পৃষ্ঠা

রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

প্রথম পৃষ্ঠা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশ

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

লুটের টাকায় বিভিন্ন দেশে বিনিয়োগ
লুটের টাকায় বিভিন্ন দেশে বিনিয়োগ

প্রথম পৃষ্ঠা

রাজশাহী মেডিকেল ক্যাম্পাসের শত শত গাছ লুট
রাজশাহী মেডিকেল ক্যাম্পাসের শত শত গাছ লুট

পেছনের পৃষ্ঠা

পর্দায় শক্তিশালী কিছু নারী চরিত্র
পর্দায় শক্তিশালী কিছু নারী চরিত্র

শোবিজ

ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল
ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল

প্রথম পৃষ্ঠা

কিশোরকে পিটিয়ে ভাইরাল সেই ইউএনও ওএসডি
কিশোরকে পিটিয়ে ভাইরাল সেই ইউএনও ওএসডি

পেছনের পৃষ্ঠা

গণতান্ত্রিক সহাবস্থানের দৃষ্টান্ত গড়ব
গণতান্ত্রিক সহাবস্থানের দৃষ্টান্ত গড়ব

প্রথম পৃষ্ঠা

রোহিঙ্গা প্রত্যাবাসনের জট খুলবে কবে?
রোহিঙ্গা প্রত্যাবাসনের জট খুলবে কবে?

পেছনের পৃষ্ঠা

কাজ করব মৌলিক অধিকার আদায়ে
কাজ করব মৌলিক অধিকার আদায়ে

প্রথম পৃষ্ঠা

বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টা, জামায়াত নেতাকে দল থেকে অব্যাহতি
বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টা, জামায়াত নেতাকে দল থেকে অব্যাহতি

পেছনের পৃষ্ঠা

কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করব
কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করব

প্রথম পৃষ্ঠা

বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাব
বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাব

সম্পাদকীয়

ঢাকায় ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ
ঢাকায় ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ

নগর জীবন

পিআর বোঝে না রংপুরের মানুষ
পিআর বোঝে না রংপুরের মানুষ

পেছনের পৃষ্ঠা

শাকিবের আগামী পরিকল্পনা
শাকিবের আগামী পরিকল্পনা

শোবিজ

ফের চড়া চালডালের বাজার
ফের চড়া চালডালের বাজার

পেছনের পৃষ্ঠা

শান্তির পথ দেখায় রসুল (সা.)-এর সুন্নত
শান্তির পথ দেখায় রসুল (সা.)-এর সুন্নত

সম্পাদকীয়

সাদাপাথর লুটকাণ্ড
সাদাপাথর লুটকাণ্ড

সম্পাদকীয়

নিরাপত্তার অধিকার সবার
নিরাপত্তার অধিকার সবার

সম্পাদকীয়

৫৩ বছর দেশে সুষ্ঠু রাজনীতি হয়নি
৫৩ বছর দেশে সুষ্ঠু রাজনীতি হয়নি

প্রথম পৃষ্ঠা

আওয়ামীবিরোধীদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে
আওয়ামীবিরোধীদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে

নগর জীবন

থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

নদীতে নেই ইলিশ দাম ঊর্ধ্বমুখী
নদীতে নেই ইলিশ দাম ঊর্ধ্বমুখী

পেছনের পৃষ্ঠা

শোক সংবাদ
শোক সংবাদ

খবর

প্রাইভেট কারের ওপর উল্টে পড়ল কাভার্ড ভ্যান, নিহত ৪
প্রাইভেট কারের ওপর উল্টে পড়ল কাভার্ড ভ্যান, নিহত ৪

প্রথম পৃষ্ঠা

হরিণের মাংসসহ শিকারি আটক
হরিণের মাংসসহ শিকারি আটক

দেশগ্রাম