একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে দন্ড কার্যকর করার নির্দেশ দিলেন মাননীয় সুপ্রিম কোর্ট।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা, নারী নিযাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন ইত্যাদি সীমাহীন মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় মুজাহিদকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দেয়া সর্বোচ্চ শাস্তি মৃতুদন্ডের রায় বহাল রাখলেন সুপ্রীম কোটের আপিলেট বিভাগ।
মুজাহিদের বিরুদ্ধে সুপ্রীম কোটের আপিলেট বিভাগ ট্রাইব্যুনাল দেয়া সর্বোচ্চ শাস্তি বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি প্রদান করেন জেনোসাইড '৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের সভাপতি মুক্তিযোদ্ধা ডঃ প্রদীপ রঞ্জন কর এবং সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী জিএইচ আরজু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, সিনিয়র সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্রস্থ মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী প্রমুখ।
এক যুক্ত বিবৃতিতে আদালতের ঘোষিত এই রায়কে অভিন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এ রায়ে জাতির আশা - আকাঙ্খার ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটেছে, মুক্তিযুদ্ধের লাখো শহীদের ঋণ কিছুটা ভারমুক্ত হলো এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জাতি আরো একধাপ এগিয়ে গেল ।
নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ পৃথক এক বিবৃতিতে গভীর সন্তোষ প্রকাশ করেছেন মুজাহিদের ফাঁসি বহাল রাখায়। তারাও অবিলম্বে এ রায় কার্যকর করার আহবান জানিয়েছেন।