দক্ষিণ আফ্রিকার আমটাটা শহরে দুর্বৃত্তদের গুলিতে মাদারীপুর রাজৈর উপজেলার সোহেল শেখ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
গত সোমবার রাতে এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে নিহতের লাশ নিজ বাড়িতে পৌঁছায়।
নিহত সোহেল উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারী গ্রামের সেকেন শেখের বড় ছেলে।
স্থানীয় ও দক্ষিণ আফ্রিকার প্রবাসী নিহতের ছোট ভাই রুবেল শেখ সূত্রে জানা গেছে, জীবিকার জন্য প্রায় ৭ বছর আগে সোহেল শেখ দক্ষিণ আফ্রিকায় যায়। আমটাটা নামক শহরে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করতো এবং ওই শহরের একটা বাসা ভাড়া করে থাকতো। গত ১৫ জুন রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত সোহেলের ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করে ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
নিহতের বাবা সেকেন শেখ কেদে কেদে বলেন, বাবা আমার (ছেলে) বিদেশে গিয়েছিল অর্থ উপার্জন করে সংসারের সব দুঃখ দূর করবে। ওই দেশের সন্ত্রাসীর তা হতে দিলনা। আমার ছেলেকে মেরেই ফেললো তারা। আমি প্রধানমন্ত্রীর মাধ্যমে ওই দেশের সরকারের কাছে দাবী জানাই যাতে করে আমার ছেলের হত্যার বিচার হয়।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৫/মাহবুব