স্টুডেন্ট ভিসায় এসে চাকরি করার অভিযোগে দেড় শতাধিক বাংলাদেশি ছাত্রকে আটক করেছে মালয়েশীয় ইমিগ্রেশন পুলিশ। কুয়ালালামপুরের সানওয়ে পিরামিড ও এর আশপাশের এলাকা থেকে গত বৃহস্পতিবার তাদের আটক করা হয়।
আটকরা সবাই লিংকন ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ও এডাম কলেজের ছাত্র।
বিভিন্ন রেস্টুরেন্ট, নির্মাণ প্রকল্প, ভিডিও গেমস, দোকান ইত্যাদি স্থান থেকে ওই বাংলাদেশিদের আটক করে পুলিশ।
মালয়েশিয়ায় সরকারি নিয়ম অনুযায়ী ছাত্রদের কাজ করার কোনো সুযোগ নেই। তবে অন্য দেশ থেকে আসা অনেকেই তাদের পরিচয় গোপন করে কাজ করেন।
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৫/ এস আহমেদ