দুবাইয়ের শেরাটন দেইরা হোটেলে শুক্রবার বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত ইফতার পার্টিতে ক্লাবের সভাপতি প্রকৌশলী নওশের আলী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘সিয়াম সাধনার মাধ্যমে আমাদের ভাতৃত্ববোধ, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহনশীল মনোভাব তৈরি হবে। বারাবরের মতো রমজান আমাদের আত্মশুদ্ধির সুযোগ এনে দেয়। এমনিতেই আমিরাতে বাংলাদেশিদের ইমেজ সংকট চলছে। এই সংকট কেটে ওঠা ও আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে সবার আগে নিজেরাই পরিশুদ্ধ হতে হবে। আত্মশুদ্ধি ছাড়া দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা কোনোভাবেই সম্ভব হবে না।’
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারন সম্পাদক এটিএম জাহেদ চৌধুরীর পরিচালনায় ইফতার পার্টিতে বক্তব্য দেন ডা. প্রফেসর হাবিবুর রহমান, ইসলামী ব্যাংকের সিনিয়র ম্যানেজার কামাল উদ্দিনসহ বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ।
দ্বিতীয় রমজানের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ, কনস্যুলার লেবার এএসএম জাকির হোসাইন, ভাইস কনসাল কিরিটী চাকমাসহ সাংবাদিক, প্রবাসী পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/ ২০ জুন, ২০১৫/ রশিদা