সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহিন (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার বেলা ১১টার দিকে রাজধানী রিয়াদ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে দুর্মা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া ইউনিয়নের বটিয়া গ্রামের আব্দুল আজিজ সরদারের পুত্র।
জানা যায়, ঘটনার দিন জি এস কোম্পানীর দুর্মা পাওয়ার প্লান্ট প্রজেক্টে ওয়েল্ডিংয়ের কাজে র্কমরত ছিলেন শাহিন। এ সময় প্রজেক্টের ফেব্রিকেটর শ্রমিক মোহাম্মদ আল আমিন পাশে রাখা একটি পিকআপভ্যান চালু করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাহিন নিহত হন। শাহিনের মৃতদেহ র্বতমানে স্থানীয় মারাআত জেনারেল হাসপাতালের হিমঘরে রয়েছে। তাহার মৃতদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদশে দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব