সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দৈনিক মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক কাফি কামালের ছোট ভাই মোহাম্মদ হামিদ উল্লাহ (৩১) মারা গেছেন।
সোমবার দিবাগত রাতে মদিনা এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হামিদকে পার্শ্ববর্তী মোওয়াসাত স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিহতের বড় ভাই সাংবাদিক কাফি কামাল নিশ্চিত করেছেন।
নিহত হামিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা মিয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী আলহাজ মোস্তাফিজুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, হামিদ উল্লাহ গত ১৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করতেন। মদিনা শরীফের কাছাকাছি এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিজের গাড়ি চালিয়ে যাওয়ার পথে হামিদ দুর্ঘটনার শিকার হন বলে সৌদি আরবে অবস্থানরত স্বজনরা জানিয়েছেন। মোস্তফা রাফি (৫) নামে এক ছেলে সন্তান রয়েছে হামিদের। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে হামিদ দেশে এসেছিলেন।
বিডি-প্রতিদিন/১২ আগস্ট ২০১৫/ এস আহমেদ