৩০ নভেম্বর, ২০১৫ ১৪:৪৫

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে জেদ্দায় আলোচনা সভা

জহির উদ্দিন মনির, সৌদি আরব


নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে জেদ্দায় আলোচনা সভা

“আর কোনো দাবি নাই, নোয়াখালী বিভাগ চাই” স্লোগানে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছে সৌদি আরবস্থ নোয়াখালীর প্রবাসীরা। গত শনিবার রাতে জেদ্দার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান।
 
মোহাম্মদ জামাল ও সাকিলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুর রহমান।
 
নোয়াখালীকে বিভাগ ঘোষণার যৌক্তিকতা তুলে ধরে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে সব চেয়ে বেশি অবদান রেখেছেন নোয়াখালী অঞ্চলের মানুষ। এদের মধ্যে ৪০ জনকে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়েছে। নোয়াখালীর ইতিহাসে অন্যতম ঘটনা ১৮৩০ সালে জিহাদ আন্দোলন এবং ১৯২০ সালে খেলাফত আন্দোলনে নোয়াখালীবাসীর অংশগ্রহণ, ১৯৪৬ সালে মহাত্মা গান্ধী শান্তি মিশনে নোয়াখালীতে আসেন। আর বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও নোয়াখালীর।
 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবির, মোহাম্মদ শাজাহান, শামীম চৌধুরী, সাইদুল ইসলামমুন্সী, সাইফুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর হোসেন পাবেল, মাসুদ সেলিম, বিল্লাল হোসেনসহ আরও অনেকে। 


 
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর