৩০ নভেম্বর, ২০১৫ ২২:২১

আমিরাতের শহীদ দিবসে বাংলাদেশ কনস্যুলেটের কর্মসূচি পালন

কামরুল হাসান জনি, ইউএই :

আমিরাতের শহীদ দিবসে বাংলাদেশ কনস্যুলেটের কর্মসূচি পালন

সংযুক্ত আরব আমিরাতের শহীদ দিবস উপলক্ষে সোমবার আমিরাত সরকারের আহবানে স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত সর্বত্র ইউএই'র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

স্বাগতিক দেশের সরকারের আহবানে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটও আমিরাতের শহীদ দিবসের কর্মসূচি পালন করে।

সোমবার কনস্যুলেটে আগত সহস্রাধিক সেবা প্রার্থীদের নিয়ে স্থানীয় সময় দুপুর সাড়ে ১১টায় ইউএই'র সকল শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ১ মিনিট নীরবতা পালন সহ শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং দুই দেশের সুখ, সমৃদ্ধি, উন্নতি ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন কনস্যুলেটের অনুবাদক মোহাম্মদ শহীদুল্লাহ।

অনুষ্ঠানে প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড.এ. কে. এম. রফিক আহাম্মেদ, কাউন্সেলর (কনস্যুলার) ড: শাহ মোহাম্মদ তানভীর মনসুর, প্রথম সচিব ও হেড অব চ্যান্সারী কিরীটি চাকমা।

বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর